এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন দক্ষিন বিলপার পূজা কমিটির কর্মকর্তারা
শিলচর : দক্ষিণ বিলপাড় দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দূর্গা পূজা কমিটির মূখ্য উপদেষ্টা বিধান বলেন,প্রতি বছরের ন্যায় এই বছরও সম্পূর্ণ সনাতন ধর্মীয় রীতি -নিয়ম মেনে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে, এইবারের দুর্গা মায়ের প্রতিমাটি সম্পূর্ণ বাঁশ দিয়ে বানানো হবে, প্রতিমাটি তৈরীর সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন কলিকাতা নবদ্বীপে প্রতিমাশিল্পী শুভজিৎ পাল সেই সঙ্গে প্যান্ডেলটিও বাঁশ দিয়ে তৈরি করবেন শিলচরের ইভেন্ট ম্যানেজমেন্টের সায়ন লালা।
অন্যদিকে বিগত বছরের সম্পূর্ণ পাবলিক স্কুল রোডে বিভিন্ন ধরনের লাইটে সাজানো থাকবে।সরকারি নির্দেশ অনুযায়ী ক্লাবের ভলেন্টিয়ার সহ পুলিশ কর্তারাও উপস্থিত থাকবেন নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং পুজোর চার দিন মহা প্রসাদ বিতরণ করা হবে। মহাপঞ্চমীর দিন এই দক্ষিণ বিলপাড় দুর্গাপুজোর উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী গণধীশানন্দ মহারাজ।
সভাপতি প্রসণজিৎ ভট্টাচার্য্য বলেন,বিগত তিন বছর থেকে অতিমারী করোনা ও ভয়াবহ বন্যার কারণে দুর্গা পুজোটি তেমনভাবে জাঁকজমক হয়নি, মানুষ সবদিকে অভাবে ছিলেন,তাই এই বৎসর চেষ্টা করছেন আগের মতো সনাতন ধর্মীয় নীতি -নিয়ম মেনে জাঁকজমক ভাবে করার পরিকল্পনা রয়েছে বলে জানান। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত উপদেষ্টা বীরেশ্বর ভট্টাচার্য্য ,সম্পাদক বিনয় সাহা, সহ-সভাপতি নারায়ণ বণিক, সম্পাদক বিনয় সাহা, সহ-সম্পাদক অংকিত দে, কোষাধ্যক্ষ সন্দীপ পাল, কার্যকরী সদস্য বিকাশ রায়, সৈকত চৌধুরী, দেবাশীষ সোম, শিবা সিং, সুভন রায় প্রমূখেরা এই অঞ্চলের সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দদেরকে চারদিন দক্ষিণ বিলপাড় দুর্গাপুজোয় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন
KRC TIMES | Promotional