শিলচর | কংগ্রেসের কাছে এআইইউডিএফ এর কোন প্রয়োজন নেই: ভূপেন বরা

< 1 - মিনিট |

তিনি বলেন সন্ত্রাসবাদীর হয়ে বদরুদ্দিন আজমল টাকা নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছিলেন কেন রহস্যজনক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : এ আইইউডিএফ যে সময় ছিল না সেই সময় কংগ্রেস শাসনে ছিল। ফলে এআইইউডিএফ এর কোন প্রয়োজন নেই। এই মন্তব্য করেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা। বুধবার দলীয় কর্মীসভা ও যোগদান অনুষ্ঠানে শিলচরে আসেন। তিনি বলেন সন্ত্রাসবাদীর হয়ে বদরুদ্দিন আজমল টাকা নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছিলেন কেন রহস্যজনক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ।

এদিন তিনি রাজিব ভবনে কর্মীসভায় উপস্থিত হন । এদিন কংগ্রেস যোগদান করেন তৃণমূল কংগ্রেস সদস্য পাপন দেব অগপ দলের প্রাক্তন সভাপতি আওয়াল বড় লস্কর অগপ দলের যুব পরিষদের সভাপতি আলী হাজারী, অগপ দল ত্যাগ করা এক জাগ সদস্য কংগ্রেসে ভিয়েনা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূইয়া মনিকান্ত সিনহা অরুণ দত্ত মজুমদার, শরিফুউজ্জ্বমান লস্কর প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *