শিলচর | কনকপুর জিপির অক্ষয় লেনে জমাজলের সমস্যায় বেহাল অবস্থা বসবাসকারী একাংশ জনগনের

< 1 - মিনিট |

বিগত ১৫ বছরে স্থানীয় জনপ্রতিনিধি সহ সাংসদ-বিধায়কদেরকে অবগত করানো হলেও এই বিশুদ্ধ জমাজলের নিষ্কাশনের কোনো ধরনের সুব্যবস্থা নেওয়া হয়নি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : সুদীর্ঘ ১৫ বছর থেকে শিলচর কনকপুর জিপির অধীনে থাকা অক্ষয় লেনের বসবাসকারী একাংশ জনগন।অক্ষয় লেনের শেষভাগের প্রায় ৪০০ মিটার রাস্তায় বৃষ্টির জল সহ নালা- নর্দমার বিশুদ্ধ জমাজলের কবলে পড়ে প্রায় পয়ত্রিশটি পরিবারের লোকজন সহ পরুয়া ছাত্র-ছাত্রীদের চলাচলের ক্ষেত্রে বিরাট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে,সেই সঙ্গে বিশুদ্ধ জমাজলে বিভিন্ন ধরনের চর্মরোগের দেখা দিচ্ছে বলে অভিযোগ করেন একাংশ ভুক্তভোগী জনগন।

বিগত ১৫ বছরে স্থানীয় জনপ্রতিনিধি সহ সাংসদ-বিধায়কদেরকে অবগত করানো হলেও এই বিশুদ্ধ জমাজলের নিষ্কাশনের কোনো ধরনের সুব্যবস্থা নেওয়া হয়নি,তাই আজ সংবাদ মাধ্যমের সাহায্যে অক্ষয় লেনের ভুক্তভোগী বিপ্লব দেবনাথ, রাহুল পাল,মামন দেবনাথ,অমিত সূত্রধর,রীনা বালা চন্দ,স্বপ্না সাহা,শঙ্কুরী সাহা প্রমূখেরা কাছাড় জেলা শাসক রোহন কুমার ঝাঁ ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়দের সুদীর্ঘ বছরের জমাজলের বিশুদ্ধ জমাজলের নিষ্কাশনের জন্য অতিস্বতঃর ব্যবস্থা নেওয়ার জন্য বিনম্র আবেদন জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *