ফের বিতর্কিত কারণে সংবাদ শিরোনামে কৈবর্ত উন্নয়ন পরিষদ নেতা সুজিত দাস চৌধুরী
শিলচর : কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, বিমান থেকে নামিয়ে দেওয়া হল কৈবর্ত উন্নয়ন পরিষদ নেতা সুজিত সহ ১১ জন সহযোগী। ।ফের বিতর্কিত কারণে সংবাদ শিরোনামে কৈবর্ত উন্নয়ন পরিষদ নেতা সুজিত দাস চৌধুরী। কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের দরুণ কলকাতাগামী বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। অন্য আরও এগারোজনকে নিয়ে কলকাতা যাওয়ার কথা ছিল সুজিতের।
অ্যালাএঞ্জ এয়ারলাইন্স নামের এক বিমানে চাপেন তিনি। সঙ্গে ছিলেন তার আরও ১১ জন সহযোগী। বিমানে উঠার পর স্মার্টফোনে কথা বলতে থাকেন সুজিত। ক্রু মেম্বার সহ বিমানসেবিকারা তাকে বারবার মোবাইল ফ্লাইটমোড করার আর্জি জানান। কিন্তু এতে কর্ণপাত না করে উল্টো বিমানকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সুজিতরা।
এদিকে সুজিত জানান, সুজিত জানিয়েছেন, বিমানে উঠে তিনি দেখেন বহু সিট ভাঙ্গা এবং ভিতরে এসি চলছিল না। তিনি বলেন, ‘বহু বিমানে বিভিন্ন জায়গায় আগে শহর করেছি, তবে এতটা খারাপ অবস্থা কখনো দেখিনি। আমি এয়ার হোস্টেস এবং বিমানের কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলাম। তারা আমার কথায় পাত্তা দেননি।
এবং নিজেদের সুরক্ষার কথা ভেবে নিজেই বিমান থেকে নেমে এসেছি। পরবর্তীতে পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকদের কাছে কথাগুলো তুলে ধরেছি। সাধারণ মানুষের সঙ্গে যে ব্যবহার বিমানবন্দরের পক্ষ থেকে করা হচ্ছে, সেটা মেনে নেওয়া ঠিক হবে না, তাই জনগণের স্বার্থে কথাগুলো বলেছি।’