শিলচর কাঁঠাল রোড পয়েন্ট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা।আহত হয়েছেন ৫ জন।

< 1 - মিনিট |

একজন অবস্থা সংকট জনক বলে খবর পাওয়া গেছে।

অজিত দাস

রবিবার দুপুর ১২ শিলচর কাঁঠাল রোড পয়েন্ট এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই গুরুতর অভাবে আহত দুই ব্যক্তি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩জন।জানা গেছে AS 11 EC 9364 নম্বরের একটি ম্যাজিক গাড়ি দ্রুত গতিতে কাঁঠাল রোডে প্রবেশ করতে গিয়ে প্রথমে একটি অটোকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় ফের একটি অটোরিকশার পেছনে ধাক্কা মারে এরপর সড়কের কয়েকজন পথচারীকে আহত করে। যারমধ্যে একজন অবস্থা সংকট জনক বলে খবর পাওয়া গেছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবর ছুটে যান সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ ঘাতক ম্যাজিক গাড়ি সহ চালককে আটক করার খবর পাওয়া গেছে।

Promotional | River-Climate Conclave @Barak Festival

Know More | Register Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news