শিলচর | কালাইনচড়া বাগান এলাকার বেহাল অবস্থা নিয়ে সরব হলেন কৃষক পরিষদের সভাপতি মৌলানা এনামুল্লা

< 1 - মিনিট |

এই বাগানের সংলগ্ন কার্বিবস্তির প্রায় এক কিলোমিটার রাস্তাটির বেহাল অবস্থা, চলাচল করা বিপর্যস্ত হয়ে দাঁড়িয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কাটিগড়া : রবিবার কাটিগড়া সমষ্টির পশ্চিম কাটিগড়ার পাইকান জিপির অন্তর্গত কালাইনচড়া বাগানের এলাকার বেহাল অবস্থা নিয়ে সরব হলেন অসম গণ পরিষদের ভ্রাতৃ সংঘটন কৃষক পরিষদের কাছাড় জেলা সভাপতি মৌলানা এনামুল্লা মহাশয়ের নেতৃত্বে প্রায় দুই শতাধিক চা-শ্রমিকেরা অসম গণ পরিষদে যোগদান করেন।এই বাগানের সংলগ্ন কার্বিবস্তির প্রায় এক কিলোমিটার রাস্তাটির বেহাল অবস্থা, চলাচল করা বিপর্যস্ত হয়ে দাঁড়িয়েছে, স্থানীয় প্রতিনিধিরা নির্বাচনে প্রতিশ্রুতি দিলেও,রাস্তাটির হাল জরাজীর্ণ, কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া বিরাট কঠিন,তাই কৃষক পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি মৌলানা এনামুল্লা অতিঃসত্বর এই মেরামতের জন্য ব্লকের বিডিও এর কথা বলছেন এবং খুব শীঘ্রই রাস্তাটিতে সি.সি ব্লক লাগিয়ে দিবেন বলে আশ্বাস দেন।

অন্যদিকে,কার্বিবস্তিতে বসবাসকারী প্রায় ৪৫টি পরিবার বিদ্যুৎহীনভাবে বাস করছেন,এই বিষয়টি নিয়েও মৌলানা এনামুল্লা বিদ্যুৎ বিভাগের এ.জি.এমের সঙ্গে কথা হয়েছে,এ.জি.এম বলেছেন বিদ্যুৎতের সেবা না রতে পারলেও সোলার সিস্টেম করে দিবেন বলে জানান তিনি। সেদিন কৃষক পরিষদের কাছাড় জেলা সভাপতি মৌলানা এনামুল্লা মহাশয়ের সঙ্গে ছিলেন উপ-সভাপতি নাজিম উদ্দিন, মনিন্দ্র দাস, পিংকু দাস, ধনঞ্জয় দাস, শামীম আহমেদ সহ আরো দলীয় কর্মীবৃন্দরা।

শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন

KRC TIMES | Promotional

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *