শিলচর -কালাইন সড়কের বেহাল অবস্থা

< 1 - মিনিট |

এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের দুর্দশা চরমে

প্রকৃতি নিউজ কনসার্ন

কাঠিগড়া— বৃহত্তর পশ্চিম শিলচরের একমাত্র যাতায়াতের মাধ্যম এই শিলচর কালাইন সড়ক। সাধারণ ও মধ্য বিত্ত মানুষ এই সড়কে চলাচলকারী যাত্রী বাহী বাসে করে সদর শহর শিলচরে যাতায়াত করেন প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর এই বাস চলাচল করার ফলে কম খরচে সাধারণ মানুষ তাদের বিভিন্ন কাজ সেরে আসতে পারেন বলে এখনো ও যাত্রী বাহি বাসের কদর বেশি। এদিকে মাস পাঁচেক ধরে এই সড়কে থাকা ভাঙ্গার পার পুলিশ ফাঁড়ির পাশের সেতু অকেজো হওয়ার ফলে বিকল্প সড়কে বাস চলাচল করছে।বর্তমানে সেই বিকল্প সড়ক ও যান চলাচলের অনুপোযোগী হয়ে গেছে। এদিকে সেতু টি কবে নাগাদ মেরামত হবে তা বলা মুশকিল।

এই প্রতিবেদক শিলচর কালাইন সড়কের বাস্তব চিত্র দেখতে গেলে সাধারণ মানুষ থেকে অটো চালক সহ স্থানীয় বাসিন্দারা দেখিয়ে বলেন যে কিভাবে গর্তের সৃষ্টি হয়েছে এবং পীচ গুলো ভেঙে চুরমার হয়েছে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষদের। এক কথায় এই সড়কে পায়ে হেঁটে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে এই সড়কের জরাজীর্ণ অবস্থার কথা তুলে ধরার পর বিভাগীয় কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হচ্ছে না অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা ও নীরব ভূমিকা পালন করছেন।

কবে যে এই গুরুত্বপূর্ণ সড়ক মেরামত করা হবে তা নিয়ে সঠিক কোন উত্তর আসছে না। এদিকে দূর্গা পূজা ও সন্নিকটে চলে আসছে এমতাবস্থায় পূর্ত বিভাগের কোনো ধরনের হেলদোল পরিলক্ষিত হচ্ছে না। অবিলম্বে এই সড়কের বাস্তব সত্য পরিদর্শন করার জন্য কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা মহাশয়ের সরজমিনে পরিদর্শন করার দাবি জানিয়েছেন একাংশ সচেতন নাগরিক গন। এদিকে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অবিলম্বে এই সড়কের হাল ফেরাতে জেলা শাসক সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছেন। অন্যতায় গনতান্ত্রিক আন্দোলনের দিকে এগিয়ে যেতে বাধ্য হবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *