শিলচর | কুলগুরু গণিনাথ গোবিন্দনাথজি মহারাজের জন্মজয়ন্তী পালিত হয় নতুন বাজার কানু পাড়ায়

2 - মিনিট |

এদিন সকাল ৯টায় গৈরিক পতাকা উত্তোলন, পূজার্চনা,পদযাত্রা,দুপুর ১টা থেকে বিকেল ৩ টা অবধি প্রায় দুই শতাধিক ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শনিবার ভুবনভ্যালি মধ্যদেশীয় বৈশ্যকানু সভার উদ্যোগে ধলাই বিধানসভার অন্তর্গত নতুন বাজার কানুপাড়ায় প্রতি বছরের ন্যায় এ বছরও বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে কুলগুরু গণিনাথ গোবিন্দনাথজি মহারাজের জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন সকাল ৯টায় গৈরিক পতাকা উত্তোলন, পূজার্চনা,পদযাত্রা,দুপুর ১টা থেকে বিকেল ৩ টা অবধি প্রায় দুই শতাধিক ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন,সদ্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বি.এ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া কানু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে শংসাপত্র প্রদান ।

অভিনন্দন সমারোহ অনুষ্ঠানে মূখ্য সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই,সোনাই জেলা পরিষদ সদস্য মানব সিং সহ কানু সম্প্রদায়ের বিশিষ্টজনদের উত্তরীয় পড়িয়ে হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়।

মূখ্য সম্মাণিত অতিথি হিসেবে বক্তব্যে অমিতাভ রাই বলেন, বাবা গণিনাথ জি মহারাজ ছিলেন একজন হিন্দু সাধক এবং একজন লোকদেবতা , যিনি ভারতে বৈশ্য এবং কানু সম্প্রদায়ের কুলদেবতা বা কুলগুরু হিসেবে পূজিত হন। তিনি ছিলেন ভগবান শিবের মানস সন্তান ছিলেন সেই সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন উন্নতিমূলক কাজে কানু সম্প্রদায়ের বিরাট ভূমিকা রয়েছে,পড়াশুনা ও খেলাধুলার ক্ষেত্রেও কানু সম্প্রদায়ের ছেলে-মেয়েরা এগিয়ে রয়েছে,তিনি মাদকদ্রব্য থেকে কানু সম্প্রদায়ের ছেলে-মেয়েদেরকে দূরে থাকার অনুরোধ জানান।

সন্ধ্যায় সনাতন ধর্মীয় সাংস্কৃতিক নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশন এবং শেষে শান্তিবাণী পাঠের মাধ্যমে কুলগুরু গণিনাথ গোবিন্দনাথজি মহারাজের একদিবসীয় জন্মজয়ন্তী পালন উৎসবের সমাপ্তি ঘটে। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি অরুণ কানু, সম্পাদক প্রদীপ কানু, পৌরহিত কুন্দন উপাধ্যায়,উমেশ কানু, সঞ্জীব কানু,মনোজ কানু,বিক্রম কানু,রামঅবতার কানু,রতন কানু,ভরত লাল কানু,রাজা কানু,ইন্দ্রজিৎ কানু, দেবাশীষ কানু সহ আরো অন্যান্যরা।

শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন

KRC TIMES | Promotional

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *