শিলচর | কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান রূপম সামাজিক সংস্থার

< 1 - মিনিট |

১৯ জন বরাকের কৃতি ছাত্র -ছাত্রীদের সংবর্ধনার মাধ্যমে আগামী দিনের ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ প্রদান করবে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শনিবার সন্ধ্যায় শিলচরের ইলোরা হ্যারিটেজে রূপম্-এর ব্যবস্থাপনায় “রূপম প্রতাপপ্রিয় মেমোরিয়াল ট্রাস্ট”-র সৌজন্যে বরাক উপত্যকার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই এই কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য তপধীর ভট্টাচার্য্য, রূপম-র সভাপতি বিভাস দেব, শিলচর কলেজইয়েট স্কুলের প্রাক্তন অধ্যক্ষা শাশ্বর্তী রায়, শিলচর গভর্নমেন্ট বয়েজ স্কুলের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ,প্রদীপ দত্তরায়,শিলচর হলিক্রস হাইস্কুলের অধ্যক্ষা সিস্টার টেরেসা মার্টিস বি.এস।

প্রথমে রূপম্ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।প্রথমে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান সমাজসেবী স্বর্ণালী চৌধুরী,কবি-লেখক নীহারঞ্জন পাল, রূপমের সম্পাদক নিখিলপাল।স্বাগত বক্তব্যে উক্ত সংস্থার সম্পাদক নিখিল পাল বলেন,বিগত ৬২ বছর থেকে রূপম সংস্থা এইভাবে এই অঞ্চলের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়ে চলেছে,সঙ্গে সামাজিক- সাংস্কৃতিক ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সেবামুলক কাজ করে চলেছে।আজকের এই ১৯ জন বরাকের কৃতি ছাত্র -ছাত্রীদের সংবর্ধনার মাধ্যমে আগামী দিনের ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ প্রদান করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *