শিলচর | কৃষকদের সচেতনতা শিবির ও সার-বীজ বিতরণ গোঁসাইপুর দুর্গানগরে

2 - মিনিট |

বকুল শইকিয়া বলেন, কৃষকরা হচ্ছেন সমাজের দ্বিতীয় ঈশ্বর, কৃষকদের ফসল উৎপাদন মাধ্যমেই মানবজাতি বেঁচে আছেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বুধবার বিকেলে গোঁসাইপুর দুর্গানগর জিপির বাহাদুর গ্ৰামে কাছাড় জেলা কৃষি বিভাগের বিশেষ উদ্যোগে কৃষকদের উন্নতিকল্পে সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে মতবিনিময় ও সার-বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি রূপে ছিলেন কাছাড় জেলা কৃষি বিভাগের অফিসার বকুল শইকিয়া, সম্মানিত অতিথি হিসেবে অ্যাসিস্টেন্ট ডিরেক্টর এআর আহমেদ, কাছাড় জেলার অর্টিকালচারের এসডিও, কাছাড় জেলার কৃষি বিভাগের এসডিও জয়নাল আবেদিন, উদারবন্দ ও বড়খলা কৃষি বিভাগের এডিও মৃদু প্রবণ দাস সহ আরও দুই কৃষি বিভাগের কর্মকর্তা আমিনুল হক লস্কর ও জয়ন্ত দাস প্রমুখ।

সভায় মুখ্য অতিথি বকুল শইকিয়া বলেন, কৃষকরা হচ্ছেন সমাজের দ্বিতীয় ঈশ্বর, কৃষকদের ফসল উৎপাদন মাধ্যমেই মানবজাতি বেঁচে আছেন, তাই কৃষকদের লাভ ও উন্নতির বিষয়ের কথা চিন্তা করার প্রয়োজন রয়েছে আমাদের। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এআর আহমেদ বলেন, কৃষকদের উন্নতি মানেই কৃষি বিভাগের উন্নতি, কেবল মাত্র কৃষকদের সরকারি প্রকল্পের মাধ্যমে যতটা উন্নতি ঘটবে, এর থেকে বেশী এই অঞ্চলের কৃষকদেরও কৃষি কাজে মনোযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে।

সেই সঙ্গে প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধির পাওয়া ও না পাওয়ার কারণ গুলো তথ্যভিত্তিক ভাবে তুলে ধরেন।অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অসম গণ পরিষদ দলের কাছাড় জেলার সম্পাদক মণিতন সিংহ। এদিনের সভায় উপস্থিত কৃষকদের মধ্যে সার, বার্মি কম্পোজ বেড সহ চানা, মটর, রাজমা ফসলের জন্য বীজ বিতরণ করা হয়।

বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোসাইপুর জিপি সভাপতি নসরুল হুসেন বড়লস্কর, গ্রুপ সদস্য শান্তনু সিংহ, অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নন্দমোহন সিংহ, উদারবন্দ বিধান পরিষদের সম্পাদক নেপাল সিংহ, লক্ষীপুর বিধান পরিষদের সম্পাদক বিদ্যুৎ সিংহ, কৃষক পরিষদের উদারবন্দের সভাপতি আবিদ রাজা, সম্পাদক হরি কুমার শর্মা, রাকিব লস্কর, শ্যাম সিংহ, সন্তোষ সিংহ, বিজয়া দেবী, বিনয় সিংহ প্রমূখেরা।

শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন

KRC TIMES | Promotional

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *