গেরুয়া দলের প্রভাবশালী ব্যক্তিরা ও কি জড়িত?
শিলচর : কাছাড়ের দিগরখালে খনিজ বিভাগের হানা কে বেপরোয়া বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ পাচার করে যাচ্ছে পাথর মাফিয়ারা। রাতের অন্ধকারে দিগরখাল-কালাইন এর বেশকজন অবৈধ পাথর ব্যবসায়ীরা খনিজ বিভাগের লাল জন্ডা মারা পাথর কিভাবে চুরি করে অন্যত্র সরবরাহ করে চলছে তা এই মুহূর্তে আমার এই ভিডিওটি তে প্রমাণিত হবে। এই পাথর চুরি তে কে বা কারা জড়িত সবকিছু শীঘ্রই সাম্প্রতিক বার্তা নিয়ে আসবে জনসমক্ষে।
গেরুয়া দলের প্রভাবশালী ব্যক্তিরা ও কি জড়িত?? সরকারের খনিজ সম্পদ সঞ্চালয়ের নির্দেশ – অভিযান তোয়াক্কা না করে কিভাবে অবৈধ পাথর ব্যবসায়ীরা মেঘালয়ের চূণাপাথর সরবরাহ করতে ব্যস্ত হয়ে পড়েছেন?? এতে সরকার কিভাবে রাজস্ব হারাচ্ছে?? কার তহবিলে যাচ্ছে অবৈধ পাথর ব্যবসায়ীর চিন্ডিকেট কমিশনের ধন! শীঘ্রই প্রকাশ্যে আসছে এবং সচেতন মহলের দাবী উঠছে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য।
আরেক প্রকারের ব্যর্থতার নজির গড়ছে নিকি খনিজসম্পদ বিভাগ এ ও উঠছে প্রশ্ন?? তাঁরা সম্পূর্ণ নিয়মানুযায়ী মেঘালয়ের অবৈধ চূণা পাথর লাল জন্ডা মেরে বাজেয়াপ্ত করা যাওয়া সত্বেও কিভাবে সেই চূণা পাথর অবৈধ ব্যবসায়ীরা রাতের অন্ধকারে পাচার করে যাচ্ছে?? সংবাদ প্রকাশের পর অসম সরকারের খনিজ সম্পদ সঞ্চালয়ের কি এমন পদক্ষেপ নেন তা হবে লক্ষণীয়!