অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না উধারবন্দ পুলিশ : অভিযোগ
উধারবন্দ : উধারবন্দের ডুমুরঘাটে পারিবারিক বিবাদের জেরে বড় ভাইয়ের উপর প্রাণঘাতী হামলা চালালেন ছোট ভাই। ঘটনায় গুরুতর জখম সুজিতরঞ্জন চন্দ অভিযোগে জানান, তাঁর ছোট ভাই অজিতরঞ্জন চন্দ তাঁকে বলেরো গাড়ি দিয়ে বেধড়ক ধাক্কা দিয়ে প্রাণে মারার চেষ্টা করেন । এ নিয়ে উধারবন্দ থানায় এজাহার দায়ের করেন আক্রান্তের স্ত্রী কাঞ্চনরানি চন্দ।
সুজিত মঙ্গলবার বিকেল পৌনে চারটে নাগাদ বাইক চালিয়ে উধারবন্দ থেকে বাড়ি ফেরার পথে তাঁর ছোট ভাই অজিত বলেরো নিয়ে ধাওয়া করে তাঁকে পেছন দিক থেকে বেপরোয়াভাবে সজোরে ধাক্কা মারেন। গুরুতর জখম হন সুজিত । তাঁর চিৎকার শুনে অন্যরা এসে তাঁকে উদ্ধার করেন। ছুটে আসে পুলিশও। ঘটনাস্থল সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানের “সিসি ক্যামেরা ” পর্যবেক্ষণ করে পুলিশ সুজিতকে নিয়ে উধারবন্দ স্বাস্থ্যকেন্দ্রে যায় ।
পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । পা ভাঙ্গা অবস্থায় সুজিত এখন শয্যাশায়ী । সারা শরীর আঘাতে জর্জরিত । অভিযোগ, এফআইআর দেওয়ার পরও উধারবন্দ পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি । আগেও বার কয়েক অভিযুক্ত অজিত পৈতৃক সম্পত্তি কব্জা করতে পরিবারের লোকজনদের নানা রকম শাসানি দেন এবং তা পুলিশে জানানো হয়েছিল । কিন্তু এর পরও রহস্যজনক কারণে অজিত বেপরোয়া, জানালেন আক্রান্ত সুজিত ও তাঁর স্ত্রী কাঞ্চনরানি ।
শুক্রবার কান্না ভেজা কন্ঠে কাঞ্চনরানি বলেন, ” অজিতের লাগাতার অত্যাচারে আমরা অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছি। আমার স্বামীর প্রাণ নাশ করার জন্য একেবারে উঠেপড়ে লেগেছে । বাড়িছাড়া করা হচ্ছে আমাদের । দুর্বিষহ কঠিন পরিস্থিতিতে রয়েছি আমরা “। তিনি আরও জানান , ডুমুরঘাট দয়াপুর প্রথম খণ্ডের বাড়িতে অজিতের লাগাতার তাণ্ডবে অতিষ্ঠ তাঁরা । ৬২ বছরের অসুস্থ অবিবাহিতা দিদিকেও অন্যত্র লুকিয়ে রাখা হয়েছে। একেবারে প্রাণান্তকর অবস্থা । এই পরিস্থিতিতে পরিবারের সুরক্ষা সুনিশ্চিন্ত করতে জেলা পুলিশ প্রশাসনের উপযুক্ত হস্তক্ষেপ চেয়েছেন আক্রান্তের স্ত্রী কাঞ্চনরানি ।
KRC TIMES | Promotional