মমতাজ বেগম বড়ভূঁইয়া বলেন,সরকারি বিভিন্ন প্রকল্প থেকে আমাদের গ্ৰামের মহিলারা এখনও বঞ্চিত
শিলচর : রবিবার বিকেলে সোনাই বিধান সভার অধীনে থাকা ধনহরি দ্বিতীয় খণ্ডের যোগাযোগ ব্যবস্থা,স্বাস্থ্যসেবা,শিক্ষা ব্যবস্থা,বিদ্যুৎ সমস্যা গুলো নিয়ে সরব হয়ে একটি ধনহরি দ্বিতীয় খণ্ড নামে একটি সংগঠন বানান গ্ৰামের মহিলারা, সংঘটনটির সর্বসম্মতিক্রমে নাম রাখা হয় ধনহরি দ্বিতীয় খণ্ড সমাজ কল্যান সমিতি।
এই সমিতির সভাপতি আফিয়া বেগম বড়ভূঁইয়া,সহ-সভাপতি পিংকি বেগম বড়ভূঁইয়া, সম্পাদক মমতাজ বেগম বড়ভূঁইয়া,সহ-সম্পাদক নূর জাহান বেগম বড়ভূঁইয়া, সাধারণ সম্পাদক সুরমা বেগম বড়ভূঁইয়া, কোষাধ্যক্ষ মিলি বেগম বড়ভূঁইয়া সহ আরো অনেক কার্যকারী সদস্যারা।
সেদিন বক্তব্যে সম্পাদক মমতাজ বেগম বড়ভূঁইয়া বলেন,সরকারি বিভিন্ন প্রকল্প থেকে আমাদের গ্ৰামের মহিলারা এখনও বঞ্চিত,বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা, মেয়েদের শিক্ষা গ্ৰহণের দিকে এগিয়ে নিয়ে গিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো সহ নারী নির্যাতন বন্ধ করা সেই সঙ্গে গ্ৰামের রাস্তা,জল বিদ্যুৎ সেবা, সরকারী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর বাস্তবায়নের জন্য গ্ৰামের মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই হলো এই ধনহরি দ্বিতীয় খণ্ড সমাজ কল্যান সমিতির মূখ্য উদ্দেশ্য।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি আফিয়া বেগম বড়ভূঁইয়া, সাধারণ সম্পাদক সুরমা বেগম বড়ভূঁইয়া প্রমূখেরা।
শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন