জেলা শাসকের কাছে জানানো সত্বেও আজ অবধি উপযুক্ত জমা জলের নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না
শিলচর বিধানসভার অন্তর্গত ঘুংঘুর কালীবাড়ি রোডের সরকারী ডেন্টাল কলেজের গলির মধ্যভাগে বিগত দিনের বৃষ্টির জমা জলের কারনে প্রায় একশত পরিবারের নাজেহাল অবস্থা।উক্ত গলিতে বসবাসকারী বৃষ্টির জমাজলে ভুক্তভোগী মৃণাল দে সংবাদ মাধ্যমকে জানান,বিগত এক বছর থেকে বৃষ্টির জমাজলের কোনো সঠিক নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমা জলে ভুগছেন তারা। নিখিল রঞ্জন চৌধুরী বলেন, স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রী ও মহিলারা এই বৃষ্টির জলের সঙ্গে বিভিন্ন নালা-নর্দমার থেকে আসা জমা জলের কারনে চলাচল করতে বিরাটভাবে অসুবিধার সম্মুখীন হতে হয়।
কেদার নুনিয়া বলেন, সুদীর্ঘ বছর থেকে এখানে বসবাস করে আসছেন কিন্তু এই কয়েকমাস থেকে বৃষ্টির জমা জলের কারনে গলির বসবাসকারী মানুষেরা একমাত্র এই প্রায় দেড়শো মিটাররাস্তায় সরকারী ডেন্টাল কলেজ ও সরকারি ফার্মাসিস্টদের হোস্টেলের নালা- নর্দমার জলগুলো সেই বৃষ্টির জমা জলের সঙ্গে মিশে বিশুদ্ধ জলে পরিণত গলিতে চলাচল করা বেশির ভাগ মানুষের কিছুটা চর্ম রোগের দেখা দিয়েছে। জেলা শাসকের কাছে জানানো সত্বেও আজ অবধি উপযুক্ত জমা জলের নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমতাবস্থায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝাঁ মহাশয়দের মাধ্যমে সাহায্য দৃষ্টি আকর্ষণ করিয়ে অতিসত্বর জমাজল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বিনম্র অনুরোধ জানান ছোটন পাল, হেনা দাস, রাধা রায়, পারমিতা পাল,ঝর্ণা আচার্য্য, সঞ্জীব চৌধুরী, ভট্টাচার্য্য সহ আরো ভুক্তভোগী জনগণেরা।