বৃষ্টির জল জমার অন্যতম কারণ হচ্ছে প্রায় চারশো মিটার নালার কাজ পরিকল্পনা মাফিক সঠিকভাবে না হওয়া
শিলচর : ধলাই বিধানসভার অন্তর্গত ভাগাবাজার সব্জি মার্কেট ও সংলগ্ন রংমাই নাগাপুঞ্জিতে বসবাসকারী প্রায় ৬০ পরিবারের জনগন বিগত প্রায় ১৫ বছর থেকে বৃষ্টির বিশুদ্ধ প্রায় এক হাঁটু জমাজলে প্রায় দুই সপ্তাহের অধিক দিন বসবাস করতে হচ্ছে অসহায় জনগণকে,অথচ এই অঞ্চলের বিধায়ক তথা আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের।অন্যদিকে এই বৃষ্টির জমা বিশুদ্ধ জলের কারনে সব্জি বাজারটি বৃষ্টির মহশুমে পুরোদমে বন্ধ থাকে,যার দরুন সব্জি ব্যবসায়ী সহ ক্রেতাদের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে এবং এই ভাগাবাজারের সব্জি বাজার ও তার সংলগ্ন রংমাই নাগাপুঞ্জিতে বসবাসকারী পুরুষ ও মহিলা সহ ছোট ছেলে -মেয়েদের শরীরের নানা ধরনের চর্মরোগের দেখা দেয় এই বৃষ্টির বিশুদ্ধ জমাজলের কারনে বলে মন্তব্য করেন একাংশ ভুক্তভোগী জনগণ।
তারা আরো বলেন,ইসলাম উদ্দিন লস্কর নামের স্থানীয় ব্যবসায়ী এই জমা জল যাওয়ার নালাটির উপরে সম্পূর্ণ বেআইনিভাবে দোকান বানিয়ে জল নিষ্কাশনের পথ অবরোধ করে রেখেছেন।এই স্থানীয় ব্যবসায়ী ইসলাম উদ্দিন লস্করের বেআইনিভাবে বানানো দোকানটি বিগত ২০১২ সালে প্রশাসন ভেঙ্গে দিয়েছিল, তবুও পরবর্তী সময়ে সে রাজনৈতিক নেতাদের সাহায্যের কারনে পুনরায় সেই নালার উপরে গজিয়ে তোলেন অবৈধ দোকান ঘরটি।
এদিকে জমাজল নিষ্কাশনের নামে আসা সরকারি অর্থ হরিরলুট হচ্ছে ,অথচ বৃষ্টির বিশুদ্ধ জমা জলের কারনে উক্ত সব্জি বাজার ও তার সংলগ্ন রংমাই নাগাপুঞ্জির বসবাসকারী জনগণকে বিশেষভাবে দুঃখে দিন পোয়াতে হচ্ছে। বৃষ্টির জল জমার অন্যতম কারণ হচ্ছে প্রায় চারশো মিটার নালার কাজ পরিকল্পনা মাফিক সঠিকভাবে না হওয়া ।
বিগত কয়েক বার এই বিশুদ্ধ জমাজলের সমস্যার সমাধানের জন্য স্থানীয় প্রতিনিধি সহ বিধায়ক ও জেলাপ্রশাসনের কাছে বেশ কয়েকবার দেখা করে আবেদন জানান তবুও উপযুক্ত ব্যবস্থা হয় নাই বলে আজ সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মূখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্বশর্মা, বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁ মহাশয়দের দৃষ্টি আকর্ষণ করিয়ে অতিঃসত্বর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান সালেহ আহমেদ লস্কর (রঞ্জু),বাবুল তালুকদার, সানমসুল হক বড়ভূঁইয়া, আব্দুল বাজিদ তালুকদার, ফিরোজ আলী লস্কর, আব্দুল অদুদ তালুকদার, কামপাও রংমাই, দামচই রংমাই সহ আরো ভুক্তভোগী জনগণ।
শিলচর থেকে দীপ দেবের রিপোর্ট