বর্তমানে জিরিবামের পরিস্থিতি একটা চরম অরাজকতার ইঙ্গিত বহন করছে
শিলচর : শম্প্রটি আমাদের পার্শবর্তী রাজ্য মনিপুরের জিরিবাম জেলায় সন্ত্রাসবাদীদের আক্রমনের শিকার ৫৯ বৎসরের সোইবম সরৎকুমার সিংহের মৃতদেহ খুজে পাওয়াতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেইটার মুল কারন – মনিপুরে দীর্ঘ দিন থেকে চলে আসা জনগোষ্টীগত বিভাজন সামাজিক আর্থিক রাজনৈতিক বৈষম্য ইত্যাদি বৃহত্তর মলিপুরে বসবাস করা জাতি জনজাতি ও বিভিন্ন জনগোষ্টীর মধ্যে বিভাজন করে শাসন করার যে রাজনৈতিক প্রবনতা চালিয়ে আসিতেছে .
তারই ফলস্বরুপ বলে সরকারকে দুষলেন জেইন্ট এক্সন কমিটি এগেইনস্ট লেঙ্গুইজ এন্দ কালচারেল এগ্রেসন (জাকালকা) জাতালকার পক্ষ থেকে আজ কাছারের জেলা শাসকের মারফত ভারতের রাষ্ট্রপতির নিকট একটি মেমোরান্দাম প্রেরন করা হয়।এতে শাক্ষক করেছেন সভাপতি নির্মল কুমার দাস ও সেক্রটারী জেনেরাল দা:এম শান্তিকুমার সিংহ ।উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সাহিত্যকার আই এস থিংগোম ও কমল চক্রবর্তী ।
মেমোরান্দামে বলা হচ্ছে আজকের মনিপুরে বসবাসরত প্রতিজন মানুষের জীবন জীবিকা সহ বাচার অধিকারকে প্রশ্নচিন্হের সামনে দার করিয়ে দিয়েছে। বর্তমানে জিরিবামের পরিস্থিতি একটা চরম অরাজকতার ইঙ্গিত বহন করছে ।বিশেষ করে নারী শিশুদের প্রতি একে অন্যের অমানুষিকব্যবহারসভ্য সমাজকে লজ্জা করেছে। সম্প্রটি নিজেদের প্রান বাচাতে যেভাবে অর্ধদগ্ধ বারীঘর ছেরে সকল সম্প্রদায়ের সাধারন মানুষ আসামেরকাছার জেলায় আশ্রয়ের আসায় ভীত সন্ত্রস্ত হয়ে ছুটে আসছে এসব লক্ষ্য করে জাকালকা গভীর উদ্দেগ প্রকাশ করছে।
এবং কাল বিলম্ব নাকরে ভারতের রাষ্ত্রপ্রতির নিকট নিম্নোক্ত দাবী নিয়ে মেমোরান্দাম দেওয়া হয় মনিপুর্র নাগরিকদের সংবিধান সম্মত অধিকার ভোগ করে বেচে থাকার সুব্যবস্থা করে দেওয়া এবং ভারত সরকার ও মনিপুর সরকারকে- অবিলম্বে সন্ট্রাস বন্ধ করার জন্য তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনা- -ক্ষতিগ্রস্থ পরিবার পরিজনদের পর্যাপ্ত ক্ষতিপুরন দেওয়া -SIT গঠন করে তদন্ত করে দোষীদেরকে শাষ্টি দেওয়া -রাজ্যে গনতান্ত্রিক শাষন ব্যবস্থা কায়েম করা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দাঃশান্তিকুমার সিংহ বলেন মনিপুরের প্রতিতি জনগোষ্টীরর মধ্যে ঐক্য ও সম্প্রিটি স্থাপন করতে মনিপুরের রাজ্য সরকারের ভুমিকা নিরাশাজনক তাই রাস্ট্রপতির দৃষ্টি আকর্ষন করছি যাহাতে কেন্দ্র ও রাজ্য সরকার কে বিহিত ব্যবস্থা গ্রহনেরর নির্দশ প্রদান কা হয়