বিভিন্ন বিধানসভা এলাকার যে সীমানা নির্ধারণ করা হয়েছে সেটা অবাস্তব তাই এটা বাতিল করতে হবে
শিলচর : ডিলিমিটেশনের খসড়া বাতিলের দাবিতে পুলিশের বেরিকেট ভেঙ্গে রাজপথে মিছিলে নামলেন জনগন। ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস বরাক ভ্যালির আয়োজিত এই দুইটি বিধানসভা কেন্দ্র কেটে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বিভিন্ন বিধানসভা এলাকার যে সীমানা নির্ধারণ করা হয়েছে সেটা অবাস্তব তাই এটা বাতিল করতে হবে। রাজিব ভবনে এক জমায়েতে বিভিন্ন বক্তারা দি লিমিটেশন খসড়ার জনগণের কিভাবে ক্ষতি করবে সেটা বিস্তৃত ব্যাখ্যা করেন।
সবার শেষ হওয়ার পর যখন জেলাশাসক অফিসে মিছিল করতে যেতে চান উপস্থিত জনতা তখন পুলিশ তাদের রাস্তা আটক করে দেয়। কিন্তু বেরিকেট ভেঙ্গে জনতা রাস্তায় নেমে পড়ে ন। আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন ফোরামের পক্ষ থেকে সুজিত রায় শংকর দে সঞ্জীব রায় শরীফুজ্জামান লস্ক র থৈবা সিং, কমলাকান্ত সিং , প্রদীপ দত্তরায়, আফজাল হোসেন লস্কর, অভিজিৎ পাল প্রমুখ। পরে ভারতের নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতির উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে একটি স্মারকত্র করা হয়।