শিলচর | ডিলিমিটেশনের শুনানি লোক দেখানো ,বলল বরাক বঙ্গ

< 1 - মিনিট |

বরাকের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে চরম বিপন্ন অবস্থা থেকে রক্ষা করতে সবাইকে একজোট হয়ে জেগে উঠার আবেদন জানান সন্মেলনের কর্মকর্তারা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : আসামে ভূমিপুত্রের প্রভুত্ব কায়েমের অস্ত্র ডি লিমিটেশনের পর বিপন্ন হবে বরাক বলে সাংবাদিক সন্মেলন ডেকে দাবী ও বরাকবাসী জাগো বলে আবেদন জানান বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সন্মেলনের কর্মকর্তারা। সম্প্রতি ডি লিমিটেশনের আপত্তি শুনানীর সভা নিছক লোক দেখানো বলেও উদ্বেগ ব্যক্ত করেন তারা।জানান,সভায় বরাক থেকে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনদের বিভাজিত করা হয়েছে।

তাছাড়াও শুনানি শেষে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রেসনোটে ভূমিপুত্রের অধিকার সুরক্ষা প্রদানের আর্জি মেনে নেওয়ার ইঙ্গিত রয়েছে।তাই দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ বরাকের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে চরম বিপন্ন অবস্থা থেকে রক্ষা করতে সবাইকে একজোট হয়ে জেগে উঠার আবেদন জানান সন্মেলনের কর্মকর্তারা।এদিনের সন্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি ইমাদ উদ্দিন বুলবুল, সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, বিভাস রঞ্জন চৌধুরী প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *