কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে বুঝিয়ে দেওয়া হবে বরাক উপত্যকার মানুষ ডিলিমিটেশন নিয়ে খুশি নন
শিলচর : আজ সিআরপিসির ডাকে বিভিন্ন দল সংগঠন ও ব্যক্তিরা বরাক উপত্যকায় থেকে দুটি আসন কমিয়ে দেওয়ার তীব্র বিরোধিতা করলেন.।শিলচরের ক্ষুদিরাম মূর্তির নিচে আজ সিআরপিসি ডাকে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের কর্মকর্তারা একজোট হয়ে ডিলিমিটেশনের আর বিরুদ্ধে তাদের প্রতিবাদের কথা জানান। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব , ডক্টর তপধির ভট্টাচার্য দুলাল মিত্র, বাসুদেব শর্মা দিলীপ সিং , আতাউর রহমান মঝার ভূঁইয়া সাধনপুরকায়স্থ সহ অনেকে।
সকল বক্তাই নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন ডিলিমিটেশন কোনভাবেই মেনে নেওয়া যায় না এবং তার জন্য যে ধরনের আন্দোলন দরকার সে ধরনের আন্দোলন চালিয়ে যেতে হবে, শুধু তাই নয় বরাক উপত্যকার প্রতিটি সংগঠনকে একজোট হয়ে এক ছাতার তলায় এগিয়ে আসতে হবে। না হলে এই যুদ্ধ জয় করা যাবে না। এই বিষয়টি নিয়ে গোটা বরাক উপত্যকায় জোরদার আন্দোলন ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে বুঝিয়ে দেওয়া হবে বরাক উপত্যকার মানুষ ডিলিমিটেশন নিয়ে খুশি নন। যে কোন অবস্থায় এই ডিলিমিটেশনকে ফিরিয়ে নিতে হবে তার কারণে আজ এক স্মারকলিপি জেলা শাসকের মারফতে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন তারা।