বরাক উপত্যকার বক্তব্য গ্রহণ করা হবে ২০ জুলাই
শিলচর : ডিলিমিটেশন নিয়ে নিজেদের বক্তব্য জানাতে ব রাক থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি দল আগামী ২০ তারিখ গুয়াহাটিতে হচ্ছে। সম্মিলিত বিরোধী দলগুলোর এক প্রতিনিধি দল ইতিমধ্যেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল গুয়াহাটিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে তাদের বক্তব্য পেশ করবে। লক্ষ্মীপুরে বিভিন্ন মনিপুরী সংগঠন তাদের প্রতিবাদ জানাবে। বরাক উপত্যকার বক্তব্য গ্রহণ করা হবে ২০ জুলাই।
ডিলিমিটেশন নিয়ে যে যে সংগঠন আপত্তি এবং দাবি জানিয়েছে তাদের প্রায় সব কটি সংগঠনে প্রতিনিধিরা গুহাটিতে যাচ্ছেন। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানিয়েছেন সম্মিলিত বিরোধীদলের পক্ষ থেকে তারা ইতিমধ্যে আলোচনা করেছেন এবং তারা যৌথভাবে তাদের দাবি পেশ করবেন। বিভিন্ন সংগঠন গুলি যাতে যৌথভাবে দেখা করতে পারেন নির্বাচন কমিশনারের সঙ্গে সেই চেষ্টাও করা হচ্ছে বলে জানান তিনি।