শিলচর ডি এস এতে গেরুয়া রাজনীতি আমদানি করছে বিজেপি, অভিযোগ প্রদীপ দত্তরয়ের

< 1 - মিনিট |

অত্যন্ত দুঃখের সঙ্গে বলেন এভাবে শিলচর ডিএসএসকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচর জেলা ক্রীড়া সংস্থাকে রাজনীতির আখড়া হিসেবে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ করলেন বিডিএফ নেতা প্রদীপ দত্তরায়। তিনি বলেন, পরিকল্পিতভাবে রাজনীতির অনু প্রবেশ ঘটানো হচ্ছে। এভাবে রাজনীতির অনুপ্রবেশ কোনভাবে মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ডি এস এর অনুমোদিত ক্লাব বিবেকানন্দ ব্যমাগার থেকে চ্যাম্পিয়ন খেলোয়াড় পঙ্কজ পুরকায়স্থ ও ভাস্কর দত্তের নাম বাদ দেওয়া হয়েছে।

এরা জাতীয় মানের প্রাক্তন খেলোয়াড়। এদের বাদ দিয়ে এই ক্লাব থেকে প্রতিনিধি হিসেবে ডিএসএ তে পাঠানো হয়েছে সংসদ রাজদীপ রায় ও বিধায়কা দীপা য়ন চক্রবর্তীকে। এটা অত্যন্ত বিস্ময়কর ঘটনা বলে মন্তব্য করে প্রদীপ দত্ত রায় বলেন, বিভিন্ন ক্লাব থেকে বিজেপির সদস্য ও কর্মকর্তাদের ডিএসএ তে পাঠানো হচ্ছে। যাদের খেলার জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। গত নির্বাচনেও বিজেপি শিলচর দিয়েছে দখল করতে চেয়েছিল। তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে বলেন এভাবে শিলচর ডিএসএসকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে।

এত সন্তোষ মহান দেব একজন খেলোয়াড় স্বীকৃত রেফারি ও ক্রীড়া সংগঠক ছিলেন।প কিন্তু কোনদিন শিলচর ডিএসএর নির্বাচনে মাথা গলান নি। এভাবে ডি এসএফকে এটা রাজনৈতিক আখড়া হিসেবে পরিণত করার প্রয়াস করছে বিভিন্ন এবং ধিক্কারজনক বলে তিনি মন্তব্য করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *