কবির আহমেদ বড়ভূঁইয়া বলেন, সুদীর্ঘ বছর থেকে এই অগপ দল ব্রহ্মপুত্র তথা বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে ও আগামীতে একইভাবে কাজ করে যাবে
শিলচর : গত ২১ আগষ্ট গুয়াহাটির আন্তর্জাতিক শঙ্কর দেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত হওয়া অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন সহ দলের মজবুত করার লক্ষ্যে বিভিন্ন দিক দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অগপ দলের কেন্দ্রীয় কমিটির নেওয়া সিদ্ধান্ত গুলোকে অগপ দলের কাছাড় জিলা কমিটিতে কিভাবে কার্যকারী করা সহ দলের সকল স্তরের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার লক্ষ্যের বিষয়ে দলীয় আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার বিকেলে।
এতে বক্তব্য রাখতে গিয়ে অগপ দলের কাছাড় জেলা কমিটির সভাপতি কবির আহমেদ বড়ভূঁইয়া বলেন, সুদীর্ঘ বছর থেকে এই অগপ দল ব্রহ্মপুত্র তথা বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে ও আগামীতে একইভাবে কাজ করে যাবে।এজেপি দলকে মজবুত করতে হলে , দলীয় নিয়ম-নীতি মেনে ও দলীয় অনুশাসন মেনে নিতে হবে।
কৃষক পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি মৌলানা এনামুল্লা বলেন, আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে কংগ্রেসকে বরাক উপত্যকা থেকে উৎখাত করতে হলে এজেপি দলের সকল স্তরের নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে জনগণের স্বার্থে কাজ করতে হবে।
কাছাড় জেলা কমিটির সম্পাদক মনিতন সিংহ ,এজেপি দলের আসামের দুই মন্ত্রী অতুল বরা ও কেশব মোহন্ত মহাশয়েরা যেভাবে দলের ও জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন,এইভাবে এজেপির কাছাড় জেলা কমিটির তৃণমূল স্তর থেকে শুরু করে জেলা কমিটির প্রত্যেক সদস্যদেরকে কাজ করার অনুরোধ জানান ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এজেপি দলের কাটিগড়া বিধান পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম লস্কর প্রমূখেরা।
সেদিনের সভায় উপস্থিত ছিলেন অগপ দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক সুজিত শর্মা, কেন্দ্রীয় কমিটির সদস্য নন্দমোহন সিংহ, ফখরুল বড়ভূঁইয়া, কাছাড় জেলা কার্যালয় সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার, বড়খলা বিধানপরিষদের সভাপতি গৌরীদাস সিংহা, উদারবন্দ বিধানপরিষদের সভাপতি লিয়াকত আলী বড়ভূঁইয়া, লক্ষীপুর বিধান পরিষদের সহ-সভাপতি বেবুল লস্কর, সোনাই বিধান পরিষদের সহ- সভাপতি শাহাবুদ্দিন লস্কর, উদারবন বিধান পরিষদের সম্পাদক নেপাল সিংহা, সোনাই বিধান পরিষদের সম্পাদক জামিল আহমেদ বড়ভূঁইয়া, কাঠিগড়া বিধান পরিষদের সহ-সভাপতি ইকবাল আলম বড়ভূঁইয়া, নিলেন্দু রায়, কাছাড় যুব পরিষদের আহ্বায়ক নেকিব হুসেন লস্কর, আতাউর রহমান চৌধুরী সহ আরো দলীয় কর্মীরা ।
সেই দিন দলীয় কর্মীসভা শেষ করে এজেপি দলের কাছাড় জেলা কমিটির সভাপতি কবির আহমেদ বড়ভূঁইয়ার নেতৃত্বে একদল কর্মী শিলচর রামনগরের টুকুরগ্ৰামের বাসিন্দা গত চন্দ্রযান ৩ য় যোগদানকারী ২৮ বছরের বৈজ্ঞানিক ওয়াই বিশাল সিংহের বাসভবনে গিয়ে বরাকের গৌরব বৈজ্ঞানিক ওয়াই বিশাল সিংহের পিতা ওয়াই খাম্বাটন সিংহ মহাশয়ের সঙ্গে দেখা করে উনাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।এক প্রেস বিজ্ঞপ্তিতে অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটির সম্পাদক মনিতন সিংহ এ খবর জানিয়েছেন।