সিয়ারা তার সম্ভ্রম রক্ষার দায়ে সব ত্যাগ করে অবুঝদের নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়ে স্বামীর বিরুদ্ধে শিলচর আদালতে মামলা দায়ের করেন
কাটিগড়া : নিজের স্ত্রীকে পরপুরুষের সঙ্গে কুকান্ড করার প্রস্তাব দিয়েছিল পাষন্ড স্বামী। কিন্তু রাজি না হওয়ায় স্বামীর অমানবিক অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে চার অবুঝ সন্তান নিয়ে গুমড়া পাইকানে বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হতভাগ্য সিয়ারা বেগম নামের মহিলা । দুয়ারে দুয়ারে ভিক্ষা করে অবুঝদের কোনমতে প্রাণ রক্ষা করছেন মা । জানা গেছে কাটিগড়ার লেভারপুতা প্রথম খন্ডের আনই মিয়ার ছেলে কবির উদ্দিনের সঙ্গে ধর্মীয় বিধি-বিধান মতে ২০১৩ সালে বিয়ে হয় সিয়ারা বেগমের ।
পিয়ারার দেওয়া বয়ান মতে কাটিগড়া সিদ্ধিপুরের ফিসারী রক্ষণাবেক্ষণ করার জন্য কবিরকে মাসমাইনে চুক্তি করে সেখানে নিয়ে যান জনৈক কালাম নামের ব্যাক্তি। কবির তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে সেখানেই থেকে ফিসারির কাজ করতে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে কালাম কু মতলব চরিতার্থ করার জন্য সিয়ারার স্বামীকে হাতিয়ার হিসাবে বেছে নেয়। কবিরও মালিকের কথা অনুযায়ী স্ত্রীকে কালামের সঙ্গে রাত্রিবাস করতে চাপ সৃষ্টি করে। কিন্তু মতলব হাসিল হয়নি।
সিয়ারা তার সম্ভ্রম রক্ষার দায়ে সব ত্যাগ করে অবুঝদের নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়ে স্বামীর বিরুদ্ধে শিলচর আদালতে মামলা দায়ের করেন। স্ত্রী সিয়ারা জানান স্বামী কবির দ্বিতীয় বিবাহ করে সেখানেই রয়েছে। স্ত্রীর খোঁজখবর নেওয়া তো দূরের কথা নিজের সন্তানদের খোঁজখবর নিচ্ছেন না। তাই উপায় না পেয়ে বাবার বাড়ীতে থেকে ভিক্ষা করে সন্তানদের প্রতিপালন করতে বাধ্য হচ্ছেন সিয়ারা বেগম ।
KRC TIMES | Promotional