সঙ্গে আটক করা হয়েছে প্রসেনজিত বৈষ্ণব নামের এক যুবককে
শিলচর : বৃহস্পতিবার গভীর রাতে শিলচর-কালাইন পূর্তসড়কের পাদ্রীটিলা এলাকায় আসাম রাইফেলসের জওয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমান জিলেটিন ও ডিটোনেটর উদ্ধার করেছে। সঙ্গে আটক করা হয়েছে প্রসেনজিত বৈষ্ণব নামের এক যুবককে। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মেঘালয় থেকে আসা একটি যাত্রীবাহী সুমো গাড়িকে পাদ্রীটিলায় আটক করে ২১ আসাম রাইফেলসের এক দল।
তল্লাসি চালালে সুমো থেকে উদ্ধার হয় ৪০০টি ডিটোনেটর ও ৪০০টি জিলেটিন স্টিক। সঙ্গে সঙ্গেই সুমো গাড়ির চালক পশ্চিম কাটিগড়ার চন্ডীপুর গ্রামের প্রসেনজিৎ বৈষ্ণব সহ সুমোগাড়ি নিয়ে আসা হয় কালাইন থানায়।এই বিশাল পরিমান ডিটোনেটর ও জিলেটিন কোন উদ্দেশ্যে আনা হচ্ছিল এ নিয়ে জোরদার তদন্ত চালাচ্ছে সেনা ও পুলিশদল।