শিলচর | পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করল স্বামী

< 1 - মিনিট |

সোনাই পুলিশ আলিফার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলডুবির ধনহরিতে পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করে তার স্বামী । ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে দশটায় । জানা যায়, ধনহরির বাসিন্দা আনোয়ার হোসেনের সাথে এগারো বছর আগে আলিফা বেগম বড়ভূইয়ার বিয়ে হয় । এই এগারো বছর তাদের সংসারে কোন অশান্তি না আসলেও গত পনেরো দিন থেকে আনোয়ার ও আলিফার মধ্যে পারিবারিক অশান্তি চলছে ।

শনিবার সকাল সাড়ে দশটায় আনোয়ার তার স্ত্রী আলিফার মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয় । পরে আনোয়ার তার স্ত্রী আলিফার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতেই ঘটনাস্থলে আলিফার মৃত্যু হয় । পরে সোনাই পুলিশ এসে আলিফার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *