শিলচর | পুলিশের সাফল্য,ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়ল ২ সুপারী ব্যবসায়ী

< 1 - মিনিট |

প্রশ্ন হল,অবৈধ বার্মিজ সুপারী ব্যবসায়ীদের কে নিয়ে এমন জামাই আদর কেন?

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : অবৈধ বার্মিজ সুপারী পাচার রোধে আসাম পুলিশ অ্যাকসন মুডে থাকলে ও রহস্যজনক ভাবে কাটিগড়ার বুক চিরে যাওয়া ৬ নং জাতীয় সড়ক কে কড়িডোর করে প্রায় প্রত্যেকদিনই পাচার হচ্ছে অবৈধ বার্মিজ সুপারী। যদিও মাঝে মধ্যে দু একটি গাড়ী আটক করে নিজেদের ধোয়া তুলসীপাতা প্রমানের চেষ্টার ত্রুটি করে না কাটিগড়া পুলিশ। যাই হউক এবার এক বড় সর সাফাল্য পেল কাছাড় পুলিশ।

গত রাতে গোপন সুত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এক অভিযান চালিয়ে সুপারী ব্যবসায়ী খইরুল হক তালুকদারের বাড়ি কালাইন খেলমা ও গুলজারের বাড়ি পাঁচগ্রাম এই দুইজন কে গ্রেপ্তার করে পুলিশ ।শিলচর আদালতে তুলা হয় । এদিকে শিলচর আদালত চত্তরে অন্যান্য বার্মিজ সুপারী ব্যবসায়ী দের কে দেখা যায় আদালত চত্বরে গাড়ীতে তোলার দৃশ্য প্রত্যক্ষ করেন সাধারন মানুষ। প্রশ্ন হল,অবৈধ বার্মিজ সুপারী ব্যবসায়ীদের কে নিয়ে এমন জামাই আদর কেন? এই দুই ব্যবসায়ী সঙ্গে আদালতে দেখা গেছে যে আরো অনেকে সুপারী ব্যবসায়ীদের কে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *