শিলচর | পুলিশ এনকাউন্টারের মৃত্যু হল জেল পলাতক হিফজুরের

< 1 - মিনিট |

এই ঘটনায় দুজন পুলিশ ও আহত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল জেল পলাতক আসামি হিফজুরের।জেল থেকে পালিয়ে বাংলাদেশ চলে গিয়েছিল কুখ্যাত হিফজুর রহমান। ভাঙ্গার বহুচর্চিত নাজ এবং তুফাইল হত্যার আসামী জেল পলাতক হিফজুর রহমানকে এনকাউন্টারে খতম করল কাছাড় পুলিশ।গত ১১ মে শিলচর সেন্ট্রাল জেল থেকে দীপ নুনিয়ার সঙ্গে পালিয়ে গিয়েছিলো হিফজুর নামের এই কুখ্যাত অপরাধী।

এরপর এতদিন এই দুই অপরাধী অধরাই ছিল। সম্প্রতি ভারতের প্রবেশ করে হিফজুর মেঘালয় সীমান্ত দিয়ে বরাক প্রবেশের চেষ্টা চালায় । কাছাড় পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। এক বিশেষ পুলিশের টিম রাত ৩ টায় আসাম মেঘালয় সীমান্ত মালিডহর এলাকায় হিফজুরকে পুলিশ একটি ম্যাক্সি কেব থেকে আটক করে।

শিলচর আসার পথে বুরুঙ্গা প্রথম খন্ডে প্রকৃতির ডাকে গাড়িটি কিছুক্ষণ থামাতে বলে। পুলিশ গাড়ি থামালে সেখান থেকে প্রথমে পালিয়ে যেতে চায়। পুলিশ বারবার আটকানোর চেষ্টা করলেও একসময় কুখ্যাত এই খুনি পুলিশের উপর আক্রমণ চালায়। শেষে পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে গুলি চালায়। তবে এই ঘটনায় দুজন পুলিশ ও আহত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

আহত হিফজুর কে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ২ ঘণ্টা পর মৃত্যু ঘটে। সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তো। তিনি আরো জানান এ সংক্রান্ত বিষয়ে কাছাড়ের পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য করিমগঞ্জ জেলার ভাঙ্গা এলাকার নাজ এবং তার পিতা তোফায়েল সহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডে জড়িত এই হিফজুর। এক সময় মধ্য বরাকের ত্রাস ছিল এই লোকটি। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে আদালত যাবজ্জীবনের সাজা শোনায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *