সংস্থার প্রাক্তন প্রয়াত ও বর্তমান সদস্যদের নামযুক্ত মোট ৫১ টি বিভিন্ন ধরনের ফল ও ফুলের বক্ষ রোপন করা হয়
শিলচর : প্রতি বছর ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস‘ পালিত হয়ে আসছে। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে বিশ্ব পরিবেশ কীভাবে দূষিত হচ্ছে, তা বিশ্ববাসীর গোচরে আনাই এ দিবসের মূল উদ্দেশ্য।
পূবালী সামাজিক সাংস্কৃতিক ও ক্রিয়া সংস্থার সম্পাদক প্রণব কল্যাণ দে বলেন,বিগত অর্ধশতাধিক বছর থেকে পূর্বালী সামাজিক সাংস্কৃতিক ও ক্রিয়া সংস্থার সদস্যরা নাটক -গান- নৃত্য -খেলা সহ আরো বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে আছে কিন্তু আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর হাইলাকান্দি রোডের সেকেন্ড লিংক রোডের মেইন রোডের রাস্তায় থাকা ডিভাইডারের মধ্যে এই সংস্থার প্রাক্তন প্রয়াত ও বর্তমান সদস্যদের নামযুক্ত মোট ৫১ টি বিভিন্ন ধরনের ফল ও ফুলের বক্ষ রোপন করা হয়, কেনোনা আজকের দিন উক্ত সংস্থাটির ৫১ বছর পূর্তি হয়েছে বলে।
সেইসঙ্গে জনগণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বৃক্ষরোপণ কার্যসূচী করা হয়েছে,তাই জনগনের কাছে অনুরোধ যে, উনারা যেন নিয়মিত লাগানো গাছের চারা গুলোকে রক্ষনা-বেক্ষন করেন যাতে বৃক্ষগুলো বাড়তে সাহায্য পায়। এই গাছগুলো আগামী প্রজন্মকে প্রদূষণ মুক্তভাবে বাছতে সাহায্য করবে। ডঃ কামরুল ইসলাম লস্কর বলেন,আমরা সবাই জানি পরিবেশ ও মানুষের মধ্যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে।
সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষ যেমন একটু একটু করে তার পরিবেশ গড়ে তুলেছে, তেমনি সভ্যতার চরম লগ্নে এসে সেই মানুষই আবার তার পরিবেশকে নানা উপায়ে ধ্বংস করে চলেছে। ফলস্বরূপ, মানবসভ্যতা আজ চরম হুমকির সম্মুখীন।তাই আজকের থেকে আমাদের আশ-পাশে গাছ লাগানো শুরু করতে হবে।
সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিয় ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক নিশিথ চক্রবর্তী,সহ-সভাপতি সুশীল বণিক, প্রণব চৌধুরী,সুব্রত ভট্টাচার্য্য, শান্তনু সেনগুপ্ত, পার্থপ্রতিম দাস, মলয় ভট্টাচার্য্য, নবারুণ চক্রবর্তী, পুষ্পিতা নাথচৌধুরী, কিশোর বিশ্বাস সহ আরো অন্যান্য সদস্যরা।