শিলচর | পোষ্য কুকুরকে জলাতংক রোগের থেকে বাঁচতে বিনামূল্যে প্রতিষেধক টিকা প্রদান করা হয় বাহাদুর গ্ৰামে

< 1 - মিনিট |

টিকা প্রদান করেন উদারবন্দ পশুপালন বিভাগের চিকিৎসক ও সহ কর্মীরা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : উদারবন্দ বিধানসভার অন্তর্গত বাহাদুর গ্ৰামে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা ও অসম সরকারের পশুপালন বিভাগের যৌথ উদ্যোগে পোষ্য কুকুরকে জলাতংক রোগের থেকে বাঁচতে বিনামূল্যে প্রতিষেধক টিকা প্রদান করেন উদারবন্দ পশুপালন বিভাগের চিকিৎসক ও সহ কর্মীরা।

সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদারবন্দ পশুপালন বিভাগের বি.ভি.ও ভাস্কর জ্যোতি দাস,এস.ভি.এফ.এ আইনূল হক লস্কর,ভি.এফ.এ মহি উদ্দিন লস্কর,আজিজ হাসান চৌধুরী,সোরজ কুমার সিংহা,এস. অমৃতা সিংহা, সন্দীপ কুমার সিংহা,ডি.বি.ও যতীন্দ্র ভূঁইয়া, মনোরঞ্জন সরকার প্রমূখেরা এবং সহযোগিতায় ছিলেন অসম গন পরিষদের কাছার জেলার সম্পাদক মনিতন সিংহ ও নাহামারুফ ক্লাবের সদস্যরা।

শিলচর থেকে দ্বীপ দাসের রিপোর্ট

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *