সংবর্ধনা দিলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়
শিলচর : সোমবার প্রঞ্জা যোজনার মাধ্যমে আসাম সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে তারা নিযুক্তি পেয়েছেন তাদের সংবর্ধনা দিলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়। সোমবার ফুলেরতল মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের মাধ্যমে লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের ৭৯ জন যুবক যুবতীদের উত্তোরীয় সহ শুভেচ্ছা স্মারক তুলে দেন তাদের হাতে । মেধার ভিত্তিতে তারা বিনামূল্যে চাকুরি পেয়েছেন তাদের মেধাকে সম্মান জানাতে প্রঞ্জা যোজনার মাধ্যমে বিধায়ক কৌশিক রায়ের এই উদ্দ্যেগ বলে তিনি নিজ বক্তব্যে তুলে ধরেন।
নিযুক্তি হওয়া সবাই যেন স্বচ্ছতআ বজায় রেখে জনগনের সেবা করে যান । তাদের স্বচ্ছতায় যাহাতে আগামীতে দেশ ও রআজ্য গৌরব অর্জন করতে পারে। তাছাড়া সভায় বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক তথা লক্ষীপুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাধিপতি সুদীপ নাথ, পয়লাপুল নেহরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, লক্ষীপুর পৌরসভার চেয়ারম্যান মৃনাল কান্তি দাস । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিমলেন্দু চক্রবর্তী।