মাতৃকথা পত্রিকারও আত্ম প্রকাশ
শিলচর : রবিবার শিলচর জেলা পরিষদ হলে সমাজ সেবা ও সাংবাদিকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সোসিয়াল এক্টিভিস্ট ও বরিষ্ঠ সাংবাদিক হারাণ দেকে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে সাপ্তাহিক পত্রিকা মাতৃকথা – র প্রথম সংখ্যারও ‘ আবরণ উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুগশঙখ পত্রিকা গোষ্ঠীর কর্ণধার বিজয় কৃষ্ণ নাথ এবং এতে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারাণ দে । অনুষ্ঠান টিতে মূখ্য বক্তা হিসেবে সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী বক্তব্য রাখেন ।
চৌধুরী তাঁর ভাষণে সামাজিক ও সাংবাদিকতার ক্ষেত্রে হারাণ বাবুর অবদানের কথা উল্লেখ করেন। এতে আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল ও ভাষা সেনানী সুনীল দাস সহ রসরাজ দাস স্বর্নালী চৌধুরী প্রমুখ ভাষন দেন।
পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিপ্লব পাল চৌধুরী স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মিলন উদ্দিন লস্কর।