শিলচর | প্রাকৃতিক বিপর্যয়ের জন‍্য অল কাছাড় অটোরিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন তাদের ধর্ণা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখে

< 1 - মিনিট |

প্রাকৃতিক দুর্যোগের চলতে ধর্ণা কার্যসূচি সাময়িক বন্ধ রাখা হয় বলে জানান সংস্থার মুখ্য আহ্বায়ক বিকাশ ভট্টাচার্য

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : প্রাকৃতিক বিপর্যয়ের জন‍্য অল কাছাড় অটোরিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন তাদের ধর্ণা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখে। প্রাকৃতিক দুর্যোগের চলতে ধর্ণা কার্যসূচি সাময়িক বন্ধ রাখা হয় বলে জানান সংস্থার মুখ্য আহ্বায়ক বিকাশ ভট্টাচার্য। সেদিন জেলাশাসককে এক স্মারকলিপি প্রদান করা হয়। এতে দাবি রাখা হয় অবিলম্বে পূর্বের ১৬ কিলোমিটার রেডিয়াসের মধ্যে অটো চলাচলের অনুমতি প্রদান করা, যাত্রী উঠানামার পয়েন্ট নির্ধারিত করা ও পার্কের ব্যবস্থা না দেওয়া পর্যন্ত ই-ফাইন বন্ধ করা সহ অন্যান্য দাবি ছিলো।

বিকাশ ভট্টাচার্য জানান, ২০১৪ সাল থেকে শহরের অটো চালকরা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়ে আসছে। সমগ্র অসমে ১৬ কিলোমিটার রেডিয়াস বহাল রেখে পরিবহন বিভাগ পার্মিট প্রদান করা হয়‌। অথচ যানজটের বাহানায় শিলচর অটো চালকদের চালানোর জন্য মাত্র ১০ কিলোমিটার রেডিয়াস দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ বে আইনী অবিলম্বে পূর্বের ১৬ কিলোমিটার রেডিয়াসের মধ্যে অটোচালকদের অনুমতি প্রদান করা হোক।

স্থানীয় প্রশাসন ও জেলা পরিবহন বিভাগ অটোরিক্সার উপর একের পর এক নির্দেশিকা জারি করে আসছে। শিলচরে কোথাও যাত্রী উঠানো মানুর পয়েন্ট কিংবা গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা না দিয়ে ই-ফাইনের অটো রিকশা চালকদের লোপাট করা হচ্ছে। তিনি দাবি করেন যতদিন পর্যন্ত যাত্রী উঠালাম আর পয়েন্ট নির্ধারণ এবং পার্কিংয়ের ব্যবস্থা না করা হয় ততদিন পর্যন্ত ই-ফাইন বন্ধ রাখা হয়।

একইভাবে অন্যান্য সমগ্রস্থানে কঠোর পারমিট দেওয়া হলেও যান জোটের অজুহাতে শিলচরে ওঠোর পারমিট বন্ধ রয়েছে অথচ শত শত ইরিস্কা রাস্তায় দৌড়াচ্ছে। তারি কোন ভিত্তিতে চলাফেরা করছে তাও সরকারকে পরিষ্কার করা উচিত বলে মনে করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *