পুলিশ সুপার আরও জানান যুবতীর বিভিন্ন সামগ্রী আহমেদাবাদ ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে
শিলচর : প্রাক্তন প্রেমিকার সঙ্গে ঘোরাফেরার ভাবেই প্রেমিকাকে হত্যা করেছে খোদ প্রেমিক পিনাক শুক্লবৈদ্য। ব্যাঙ্গালোরে বসে রচনা করেছিল হত্যার ব্লু প্রিন্ট ফিল্মি কায়দায় পিংকি রায়ের হত্যা করেছে তার প্রেমিক পিনাক শুক্লাবৈদ্য। যুবতীর হত্যার ঘটনার গ্রেফতার প্রেমিক ।
প্রায় ১২ ঘন্টার জেরা করার পর অন্তত বেরিয়ে আসলো হত্যার নতুন মোড় কাছাড়ে পুলিশের কাছে। সম্পূর্ণ ফিল্মি কায়দা ায় হত্যা করেছে পিঙ্কি রায় মৃত যুবতীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল । পুলিশ সুপার নোমাল মাহাতো জানান টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুখ খুলল পিনাক ।
পিনাক কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকে । কয়দিন থেকে তাদের প্রেমের সম্পর্কের বিবাদ সৃষ্টি হয় আর সেই বিভাগের কারণে পিনাক শুক্লোবিদ্য তার প্রেমিকা পিংকি রায়ের হত্যা করে । ১৪ তারিখ শুক্রবার পিনাক শুক্লাবৈদ্য বিমান যুগে বেঙ্গালুরু থেকে শিলচরে আসে । শনিবার অর্থাৎ ১৫ তারিখ পিংকি রায়কে সঙ্গে নিয়ে ধোয়ারবন্দ অঞ্চলে নিয়ে যায় রাতে। আর সেখানে গিয়ে হত্যা করে প্রেমিকা পিংকি রায় কে।
পুলিশকে বোকা বানানোর জন্য নতুন করে ১৭ তারিখ ব্যাঙ্গালোর গুয়াহাটি বিমানের একটা টিকেট করেছিল পুলিশ থেকে বাচানোর জন্য । যাতে সেই টিকেট দেখিয়ে পুলিশের কাছ থেকে বাঁচতে পারে পিনাক শুক্লবৈদ্য । হাইলাকান্দি লালা তার বাড়ি থেকে থাকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ।
১২ ঘন্টার জেলার পর সে সম্পূর্ণ হত্যার কথা স্বীকার করে পিনাক। এদিকে তার ওপরে যে section লাগানো হয়েছে সেই কেইস নং হলো 1329/23 কেইস নং 302/364/201 আইপিসি ধারা অনুযায়ী পিনাক কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার আরও জানান যুবতীর বিভিন্ন সামগ্রী আহমেদাবাদ ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে । তিনি জানান এ ঘটনা নিয়ে আরো জোরদার তদন্ত চালিয়ে যাচ্ছেন । যাহাতে সম্পূর্ণ সবকিছু বেরিয়ে আসে।