তারা জানান তারা শান্তিপূর্ণভাবে ধর্মঘট করে আসছিলেন কিন্তু পুলিশ তাদের উপর বল প্রয়োগ করেছে
শিলচর : প্রিপেইড মিটারের প্রতিবাদে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্ত ধস্তি হলো। ক্ষুদিরামূর্তির সামনে সকাল থেকে আন্দোলনকারীরা জড়ো হচ্ছিলেন তারা প্রিপেইড মিটার প্রত্যাহারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ এসে তাদের ধরনা থেকে সরে যেতে বলে। প্রচুর মহিলা আন্দোলনকারীরা ছিলেন এই সময় পুলিশের সঙ্গে দস্তা দস্তি তে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা।
তারা জানান তারা শান্তিপূর্ণভাবে ধর্মঘট করে আসছিলেন কিন্তু পুলিশ তাদের উপর বল প্রয়োগ করেছে। প্রতিবাদী কন্ঠকে সরকার বন্ধ করে দিতে চাইছে ,এই ঘটনা এর প্রমাণ বলে তারা অভিযোগ করেন। এই ঘটনা নিয়ে ক্লাব রোড উত্তেজনায় ছড়িয়ে পড়ে। অল আসাম ইলেকট্রিক্যাল কনজিমার্স অ্যাসোসিয়েশন এই ধর্নার ডাক দিয়েছিল।