১৩ জূন পানপট্টির বিদ্যুৎ অফিসে ধরনা – ১৯ জুন মানব শৃংখল
শিলচর : প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে আগামী ১৩ জুন থেকে পর্যায়ক্রমে আন্দোলনের নামছে বিভিন্ন সংগঠনদের নিয়ে গঠিত যৌথ কমিটি। শিলচরের সেলিব্রেশন বিবাহ ভবনে অল আসাম ইলেকট্রিসিটি কানজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির আহবানে আয়োজিত নাগরিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১৩ জুন পানপট্টিতে বিদ্যুৎ অফিসের সামনে ধরনা প্রদর্শন করা হবে। আগামী ১৯ জুন মানবশৃঙ্খলা রচনা করা হবে। ৪ জুলাই নিস্প্রদীপ আন্দোলনের ডাক দেওয়া হবে।
আজকের এই নাগরিক সভায় বিশেষ আমন্ত্রিত করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন এই সরকার প্রিপেইড মিটারের মাধ্যমে গরিব মানুষদের অর্থ শোষণ করছে। প্রিপেড মিটার প্রত্যাহারের দাবিতে যে কোন আন্দোলনে তিনি তার সমর্থন জানাবেন। এবং এই প্রিপেইড মিটার প্রত্যাহার করার জন্য তিনি সরকারের কাছে জোরালো দাবি জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে আই এন টি ইউ সি নেতা কিশোর ভট্টাচার্য বলেন সরকার মানুষের উপর বাড়তি একটা বোঝা চাপিয়ে দিয়েছে। প্রিপেড মিটারের ফলে বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণ হয়ে গেছে ।কোন ক্ষেত্রে চার গুণ পাঁচগুণ হয়েছে। তাই অবিলম্বে এই ব্যবস্থা প্রত্যাহার করে পুরনো মিটার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
সভায় এছাড়া বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে অজয় রায় প্রদীপ নাথ বিশ্বজিৎ দাস সহ অনেকেই। আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানানো হয়। আসাম ইলেকট্রিক্যাল কনজিউমারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় তারা বিভিন্ন ধাপে ধাপে এই আন্দোলন করে আসছেন কিন্তু সরকার কোন দাবির প্রতি কর্ণপাত করছে না। সভায় ঠিক হয় একটি যৌথ স্মারকপত্র লিখে বিদ্যুৎ মন্ত্রীর কাছে দেওয়া হবে।