শিলচর প্রেস ক্লাবের আয়োজিত দাবা এবং ক্যারম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী এক অক্টোবর রবিবার

< 1 - মিনিট |

জানিয়েছেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত দাবা এবং ক্যারম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী এক অক্টোবর রবিবার । পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি রবিবার বা ছুটির দিনে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট অনেকেই অভিমত ব্যক্ত করেছিলেন।এই পরিপ্রেক্ষিতে ঘোষণা করা হলো নতুন তারিখ। জানিয়েছেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *