শিলচর | বড়খলা সমষ্টির অন্তর্গত ছোট দূধপাতিলে গাঁও পঞ্চায়েত এলাকার সড়কের বেহাল অবস্থা

< 1 - মিনিট |

বসবাসকারী জনগণ ও ছাত্র-ছাত্রীদের সহ পথচারীদের যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বড়খলা সমষ্টির পুটিছড়া গ্ৰামে বসবাসকারী পরিবারের একমাত্র সড়কটি প্রত্যেক বছর বৃষ্টির মহশুমে বেহাল অবস্থায় পরিণত হয়,বিগত ধারাবাহিক বৃষ্টি হওয়ার কারনে রাস্তাটির বিভিন্ন জায়গায় পাশে থাকা টিলা থেকে ধস নেমে আসে মাটি জমা হয়ে রাস্তা বন্ধ হয়ে যায়, বসবাসকারী জনগণ ও ছাত্র-ছাত্রীদের সহ পথচারীদের যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়,তাই গ্ৰাম একত্রিত হয়ে উক্ত রাস্তায় ধস পড়া মাটি গুলোকে সরানো উদ্যোগ নিলে সেখানে বাধা প্রদান করে প্রদীপ দাস নামে স্থানীয় একজন।

প্রদীপ দাসের বাধা দেওয়ার বিষয়টি নিয়ে গ্ৰামে বিচার বসানো হলেও কোনো ধরনের সুরাহা হয়নি,তাই আজ পুটিছড়া ভুক্তজন রাস্তার বেহাল দশার বিষয়টি সংবাদ মাধ্যমের সম্মূখে তুলে ধরে বেহাল সড়কটির সংস্কারের জন্য আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্বশর্মা ও বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এবং কাছাড় জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বিনম্র অনুরোধ জানান।

শিলচর থেকে দীপ দেবের প্রতিবেদন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *