শিলচর | বিদ্যালয়ের বর্দ্ধিত ফিস নিয়ে কর্তৃপক্ষ ও অভিবাবকদের মধ্যে বাকবিতণ্ডিতা

< 1 - মিনিট |

এই বর্দ্ধিত ফিসের বিরুদ্ধে আগামী সোমবার কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করবে বলে জানানো হয়

অজিত দাস

শিলচর কলেজিয়েট স্কুলের বর্দ্ধিত ফিস নিয়ে এসএমডিসি ও কতিপয় অভিভাবকদের মধ্যে শনিবার তীব্র বাকবিতন্ডার সৃষ্টি হয়। এদিন বিদ্যালয়ের বাহিরে কিছু অভিভাবকরা বর্দ্ধিত ফিসের বিরোধিতা করে বিদ্যালয়ের দেয়ালে নোটিশ টানিয়ে দেন l এ বিষয়ে স্কুল করিরিপক্ষ সংবাদমাধ্যমকে জানান ,স্কুলের দেয়ালে নোটিস ,ব্যানার বা পোস্টের লাগাতে গেলে স্কুল কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন পরে ,তাই তাদের তরফে তীব্র প্রতিবাদ করা হয় এরূপ পোস্টারিং এর বিরুদ্ধে ।

স্কুলের প্রিন্সিপাল আরো বলেন শিলচর কলেজিয়েট স্কুলের ফি পাঁচ বছর পর এবার বাড়িয়ে এক হাজার করা হয়েছে,তবে আগে কিছু ক্লাস এর ছিল সাড়ে সাতশ আর কিছু ক্লাসে ছিল সাড়ে আটশ, এমন একটি স্বনামধন্য স্কুলে এই ফিস তেমন কিছুই না,তবুও জনাকয়েক অভিভাবক,এই বর্দ্ধিত ফিসের বিরুদ্ধে আগামী সোমবার কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করবে বলে জানানো হয় ।

এদিন সকাল থেকে স্কুল কর্তৃপক্ষ ও অভিবাবকদের মধ্যে বাকবিতণ্ডার পর এসএমডিসি ও অভিভাবকদের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার করার পর সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল l

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *