শিলচর | বিদ্যুৎ হীনতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কনকপুর জিপির মহাদেব বাড়ী দ্বিতীয় খন্ডের একাংশ জনগনকে

< 1 - মিনিট |

মহাদেব বাড়ী দ্বিতীয় খণ্ডের ছয় নম্বর ট্রান্সফরমারটি লোড অনুপাতে গ্ৰাহকদের সংখ্যা অনেক বেশি বলে প্রায় বিদ্যুৎ হীনভাবে থাকতে হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বিগত তিন বছর থেকে বিদ্যুৎ বিভাগের দ্বিতীয় সাবডিভিশনের অবহেলার শিলচর কনকপুর জিপির মহাদেববাড়ী দ্বিতীয় খণ্ডের প্রায় তিনশোটি পরিবার গরমের মহুশুমে বিরাটভাবে বিদ্যুৎহীনতার শিকার হচ্ছে,এই মহাদেব বাড়ী দ্বিতীয় খণ্ডের ছয় নম্বর ট্রান্সফরমারটি লোড অনুপাতে গ্ৰাহকদের সংখ্যা অনেক বেশি বলে প্রায় বিদ্যুৎ হীনভাবে থাকতে হয় তাদের,এই বিষয়টি নিয়ে প্রত্যেক বছর লিখিতভাবে জানানো হলেও গুরুত্ব দেন নাই বিদ্যুৎ বিভাগের দ্বিতীয় সাবডিভিশনের কর্মকর্তারা,যার দরুন প্রায় সময় সেই ছয় নম্বর ট্রান্সফরমারটিতে ক্ষতি ঘটাতে দেখা যায়,

বিভাগীয় কর্তৃপক্ষকে জানানোর পর তারা এসে কিছুটা মেরামত করে গেলেও কিছুদিন পর আবার একই ঘটনা সময়ে -অসময়ে বিদ্যুৎ চলে যাওয়া সহ সেই ট্রান্সফমারটিতে লোড নেওয়ার অভাবে অগ্নিসংযোগ ঘটে।তাই কনকপুর জিপির মহাদেববাড়ী দ্বিতীয় খণ্ডের জনগণ সংবাদ মাধ্যমের সাহায্যে শিলচরের সাংসদ ডাঃ রাজদ্বীপ রায়,বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁ সহ বিদ্যুৎ বিভাগের দ্বিতীয় সাবডিভিশনের ইঞ্জিনিয়ারকে বিনম্র অনুরোধ জানান এই বিষয়টির সুরাহার জানান এবং অতিঃসত্বর যদি উপযুক্ত ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে ভুক্তভোগী জনগণ গন আন্দোলনের দিকে অগ্রসর হবে বলে হুঁশিয়ারি দেন।

শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *