শিলচর | বিধায়ক করিম উদ্দিনের দেওয়া ১ লক্ষ টাকা ফিরিয়ে দিলেন ই রিস্কা চালকরা

< 1 - মিনিট |

তবে উনি সহায়তার হাত বাড়ানোয় বিধায়ক করিম উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন টুকটুক চালকরা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বিগত কিছুদিন আগে শিলচর পঞ্চায়েত রোড কুরবানীকে কেন্দ্র করে সংঘঠিত ঘটনায় ১০ থেকে ১২টি টুকটুক ভাঙচুর করায় চালকদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টুকটুকগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে শনিবার কংগ্রেসের এক প্রতিনিধি দল সহ সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন লষ্কর টুকটুক চালকদের সঙ্গে সাক্ষাৎ করে এবং ক্ষতিপূরণ বাবৎ বিধায়ক চালকদের হাতে ১ লক্ষ টাকা তুলে দেন।

রবিবার টুকটুক চালকরা স্থানীয় রাঙিরখাড়ী থানায় টুকটুক আনতে গিয়ে সাংবাদিকদের জানান, বিধায়ক করিম উদ্দিনের দেওয়া ১ লক্ষ টাকায় তাঁদের ক্ষতিপূরণ সম্ভব হবে না।যার জন্য ১ লক্ষ টাকা বিধায়ক করিম উদ্দিনকে এদিন ফিরিয়ে দেন তাঁরা। তবে উনি সহায়তার হাত বাড়ানোয় বিধায়ক করিম উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন টুকটুক চালকরা।

এদিকে অসহায় টুকটুক চালকদের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী পরিষদ তহবিল থেকে প্রত্যেক টুকটুক চালককে নগদ ৭০ হাজার টাকা প্রদান করেছেন।দুর্দিনে অসহায় টুকটুক চালকদের পাশে থেকে সহায়তার হাত বাড়ানোয় পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পিড়ীত টুকটুক চালকরা।

শিলচর থেকে দীপ দেবের প্রতিবেদন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *