শিলচর | বিশ্বজিৎ দৈমারীর পরামর্শে গাছের তলায় বসে অভিনব প্রতিবাদ যুব কংগ্রেসের

< 1 - মিনিট |

বিশ্বজিৎ দৈমারি বিদ্যুৎ বিল নিয়ে এক অসংবেদনশীল মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে সমস্ত রাজ্য জুড়ে

অজিত দাস

শিলচর : অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি বিদ্যুৎ বিল নিয়ে এক অসংবেদনশীল মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে সমস্ত রাজ্য জুড়ে lএই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে জনগণের ট্রলের সম্মুখীন হচ্ছেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি l পিছনে পরে থাকে নি রাজ্যের রাজনীতিবিদরা ও l

অধ্যক্ষের বিদ্যুৎ বিল নিয়ে পরামর্শের মেনে বৃহস্পতিবার শিলচর আবর্ত ভবনের সম্মুক্ষে গাছের ছায়ায় বসে কাছাড় জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথের নেতৃত্বে অভিনব প্রতিবাদ জানায় তারা যুব কংগ্রেস কর্মকর্তারা l

পানেরি সমষ্টির বিধায়ক তথা অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির মন্তব্যের বিরোধিতা করে কাছাড় জেলা কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ বলেন ,একটি রাষ্ট্রের জনপ্রতিনিধির মুখে এধরণের মন্তব্য করাটা শোভা পায় না l তিনি নিজ ভবনের AC রুম থেকে বেরিয়ে রাজ্যের জনগণের সঙ্গে গাছের তলায় বসার জন্য অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিকে আহব্বান জানিয়েছে কাছাড় যুব কংগ্রেস কর্মকর্তারা ll

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *