একটি অল্টো গাড়ি নিয়ে এসে হঠাৎ করে প্রণয় কুমার রায়কে মারপিট করে গাড়িতে তুলে নিয়ে যেতে চায় দুষ্কৃতিরা
শিলচর : সাংবাদিক প্রণয় কুমার রায়কে* অপহরণের চেষ্টা চালায় তিন দুষ্কৃতি। একটি অল্টো গাড়ি নিয়ে এসে হঠাৎ করে প্রণয় কুমার রায়কে মারপিট করে গাড়িতে তুলে নিয়ে যেতে চায় দুষ্কৃতিরা। ওই সময় কালাইন বিজেপি যুব মোর্চার প্রাক্তন সভাপতি প্রীতম দে ঘটনাটি দেখে প্রণয়কে উদ্ধার করতে এগিয়ে আসেন। এতে ধস্তাধস্তিতে প্রীতম দে ও প্রণয় আহত হন। দুষ্কৃতিরা তখন গাড়ি নিয়ে পালিয়ে যাবার সময় পালিয়ে পরিতোষ দাসের মিষ্টির দোকানে গিয়ে ধাক্কা মারে।
সঙ্গে সঙ্গেই তারা গাড়িটি ওই স্থানে রেখে গা ঢাকা দেয়। পরবর্তীতে স্থানীয়রা প্রণয় ও প্রীতম দে’কে কালাইন থানায় নিয়ে যান। থানার তত্বাবধানে কালাইন হাসপাতালে উভয়ের শারীরিক পরীক্ষা করানো হয়। আজ বৃহস্পতিবার প্রণয় কুমার তিন অভিযুক্ত যথাক্রমে জিলাল উদ্দিন, নজমুল হুসেন বড়ভূঁইয়া ও মুহিম উদ্দিনের নামে কালাইন থানায় মামলা দায়ের করেন। এ সময় কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।