বড়খলায় চুরের উপদ্রবে নাজেহাল জনজীবন
শিলচর : বড়খলা সমষ্টির চন্দ্রনাথপুর জিপির সোনাছড়া ৪ নং গ্রুপের দেবু দাস ও কিয়াং সার্টের বাইক শুক্রবার রাতে চুরি হয়ে যায়,ঘটনার বিবরণে জানাযায় শুক্রবার রাত নয়টায় বাইক তালা মেরে রেখেছিল, কিন্তু শনিবার সকালে দেখেন তাদের বাইক নেই।একজনের Suzuki zixer -As 11 J 5888 কালো রঙের এবং কিয়াং সার্টের পালসার 150 -AS 11 Q 9735 নম্বরের কালো রঙের বাইক নেই।
শনিবার তারা বড়খলা থানায় চুরি সংক্রান্ত এজাহার দায়ের করেন।উল্লেখ্য বড়খলা এলাকায় কিছু দিন বাইক চুরি বন্ধ থাকার পর আবার বাইক চুরি শুরু হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।বড়খলা এলাকায় গ্রামরক্ষী বাহিনী নেশ্য পাহারা দেওয়ার পর ও কিভাবে বাইক চুরি হয়।চুরেরা বাইক এতে সহজে কিভাবে নিয়ে যায় এমন প্রশ্ন তুলছেন অনেকে।
শনিবার সংবাদ মাধ্যমে সোনাছড়ার দেবু দাস ও সোনাছড়া পুঞ্জির কিয়াং সার্ট বড়খলা থানায় এজাহার দিয়ে সংবাদ মাধ্যমে দাবি জানান যাতে তাদের বাইক গুলোকে পুলিশ প্রশাসন উদ্ধার করে দেয় সেই দাবি জানান তারা।