শিলচর থেকে হাফলং যাওর পথে AS26 A C 0201নম্বরের ট্রাক গাড়ি থেকে ৫ কুইন্টাল বার্মিজ বাজেয়াপ্ত করে বড়খলা পুলিশ
শিলচর : বড়খলা পুলিশের হাতে ৫ কুইন্টাল বার্মিজ সুপারি সহ দুই চালক গ্রেফতার। শনিবারে কাক ভোরে গোপন সুত্রের খবরের ভিত্তিতে বড়খলা থানার ওসি গৌতম চন্দ কুমারের নেতৃত্বে বালাছড়া টোলগেট থেকে অভিযান চালিয়ে একটি ট্রাক গাড়ি থেকে ৫ কুইন্টাল বার্মিজ সুপারি সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে বড়খলা পুলিশ।উল্লেখ্য শিলচর থেকে হাফলং যাওর পথে AS26 A C 0201নম্বরের ট্রাক গাড়ি থেকে ৫ কুইন্টাল বার্মিজ বাজেয়াপ্ত করে বড়খলা পুলিশ।
এবং পাচারের দায়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে বড়খলা পুলিশ, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রসিদ আলি (২৬) নুর মহমোদ(২৪ ) বুড়ি গাও, কপাল ভাঙ্গা, দরং জেলা বলে জানাগেছে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদেরকে বড়খলা থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
KRC TIMES| Promotional