শিলচর | মর্নিং ক্লাবের ১৯ শে মে বাংলা ভাষা একাদশ শহিদ দিবস পালন

< 1 - মিনিট |

সভাপতি রাজকুমার পাল বলেন,বিশ্বের কোনো জাতি নিজের ভাষার জন্য বাঙালিদের মতো এত ত্যাগ স্বীকার করেনি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর জেলা ক্রিয়া সংস্থার প্রাঙ্গন থেকে মর্ণিং ক্লাবের সদস্যরা সকাল ৭টায় শিলচর তারাপুর রেল স্টেশনে স্থিত স্থায়ী একাদশ শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্পাঘ্য নিবেদন করেন এবং পরবর্তী সময়ে শিলচর শ্মশানে একাদশ শহিদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন উক্ত ক্লাবের সভাপতি রাজকুমার পাল,সহ-সভাপতি সুজন দত্ত,দীপক ব্রহ্ম, সাধারণ সম্পাদক তমাল দত্ত, পার্থ রায়, প্রদ্যুৎ দাস, জয়ন্ত দাস, নীলাঞ্জন দাস, দিলীপ চক্রবর্তী সহ আরো অন্যান্য সদস্যরা।

সেদিন মর্নিং ক্লাবের সভাপতি রাজকুমার পাল বলেন,বিশ্বের কোনো জাতি নিজের ভাষার জন্য বাঙালিদের মতো এত ত্যাগ স্বীকার করেনি। নিজের ভাষার জন্য, মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য যে প্রাণ দেওয়া যায়, নিজের সবটুকু উৎসর্গ করা যায়, সবকিছু নির্দ্বিধায় ছুঁড়ে ফেলা যায়— বাঙালিরা তা করে দেখিয়েছে।সহ-সভাপতি সুজন দত্ত বলেন,বাংলা ভাষা আমাদের অহঙ্কার। বাংলা ভাষা আমাদের সংস্কৃতির প্রতীক। বাংলা ভাষার হাত ধরে আজও আমাদের বেড়ে ওঠা।

Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *