শিলচর মহাসড়কে দুর্ঘটনায় আহত ৩

< 1 - মিনিট |

দুর্ঘটনা ঘটে রবিবার রাত আটটা নাগাদ।

অজিত দাস

উধারবন্দ থানা এলাকার গোসাইপুরে মহাসড়কের উপর দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। আহত তিনজন হলেন শিলচর তারাপুর শিববাড়ি রোডের অমান ভট্টাচার্য (১৯) ও নিতু দাস (২২) এবং আর কাটিপুরের ফারুক আহমদ (৬৭)।

দুর্ঘটনা ঘটে রবিবার রাত আটটা নাগাদ। জানা গেছে ফারুক স্কুটিতে চড়ে যাচ্ছিলেন। তখন একটি ইয়ন গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ ঘটে। এতে ফারুক ছিটকে পড়ে গুরুতর আহত হন। এদিকে স্কুটির সঙ্গে সংঘর্ষের পর ইয়ন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশে দাঁড়িয়ে থাকা একটি টিপারে। এতে ইয়ন গাড়ির দুই- আরোহী অমান এবং নিতুও গুরুতর আহত হন। তিনজনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে।

Promotional | Barak Valley Conclave @Barak Festival

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news