মণিপুরের অশান্তির জন্য তিনি কেন্দ্র সরকারের ভূমিকার সমালোচনা করেন
শিলচর : মিজোরামে বাঙালি সম্প্রদায়ের মানুষের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। নির্যাতন চালানো হচ্ছে। যার ফলে অনেকেই বরাক উপত্যকায় গ্রহণ করেছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিডিএফ নেতা প্রদীপ দত্ত রায়। তিনি বলেন এখন সারা উত্তর পূর্বে অশান্তির আগুন জ্বলছে। মিজোরামে অন্যায় ভাবে বাঙালিদের সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়া মনিপুরে এক মাস থেকে জতি দাঙ্গা চলছে ।সরকার দাঙ্গা নিয়ন্ত্রণের ব্যর্থ। অবিলম্বে মিজোরামে বাঙালি নির্যাতন বন্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন যদি সরকার বাঙালিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে বিডিএফ তীব্র আন্দোলন শুরু করবে। উত্তর পূর্বে সব জায়গায় অশান্তি চলার জন্য তিনি কেন্দ্র এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। মণিপুরের অশান্তির জন্য তিনি কেন্দ্র সরকারের ভূমিকার সমালোচনা করেন।