ওয়াই এম এ গৃহীত পদক্ষেপের ফলে যে আতঙ্ক ছড়িয়েছিল সেটা সাময়িকভাবে হলেও একটা সুরাহা হয়েছে
শিলচর : মিজোরাম অমিজ ব্যবসায়ীদের পরিচালনাধীন সব দোকান বন্ধ করে দেওয়ার ফলে বহমান সংকটের আপাতত সমাধান হয়েছে। ফোরাম ফর প্রোটেকশন অফ নন মিজোর মুখ্য সংযোজক শংকর দে জানিয়েছেন, দোকানগুলো একের পর এক খুলে দেওয়া হচ্ছে ।যদিও ট্রেড লাইসেন্স নিয়ে সমস্যা রয়েছে। তবুও ওয়াই এম এ গৃহীত পদক্ষেপের ফলে যে আতঙ্ক ছড়িয়েছিল সেটা সাময়িকভাবে হলেও একটা সুরাহা হয়েছে। আইজল থেকে অমিতা ব্যবসায়ীরা বলেছেন তারা স্বস্তিতেই আছেন। এবং আশা করছেন সেখানে অনুকূল পরিবেশে তারা ব্যবসা চালিয়ে যেতে পারবেন।