মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় উন্নয়নের একটি নতুন বার্তা নিয়ে এসে মোট ৭৬৭ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পগুলির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
শিলচর – মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা আজ কাছার এবং হাইলাকান্দি জেলায় বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যা বরাক উপত্যকার উন্নয়নে একটি নতুন মাত্রা যোগ করেছে। মুখ্যমন্ত্রী ৭০ কোটি টাকা ব্যয়ে আসামের জল জীবন মিশনের অধীনে আটটি বিধানসভা কেন্দ্রে ১৮৮৬৯ পাইপলাইন সুবিধাভোগীকে কভার করে ৭৫ টি প্রকল্পেরও উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রী ৫৩৮ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২২৯ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় উন্নয়নের একটি নতুন বার্তা নিয়ে এসে মোট ৭৬৭ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পগুলির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মুখ্যমন্ত্রী আজ ৪৫ কোটি টাকা ব্যয়ে সমন্বিত কাছাড় জেলা প্রশাসকের কার্যালয়, ১৬ কোটি টাকা ব্যয়ে সম্মেলন কেন্দ্র, ২১০ কোটি টাকা ব্যয়ে ২২ কিলোমিটার বারখালা-কালাইন সড়কের উন্নয়ন ও মানোন্নয়ন এবং ২৪ কিলোমিটার চেঁচাবাড়ি উদ্বোধন করেছেন। ২৬৪ কোটি টাকা ব্যয়ে – হাইলাকান্দিতে তিনি দ্বারবন্দ সড়ক উন্নয়ন ও আপগ্রেডেশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মুখ্যমন্ত্রী শিলংয়ের ফুলেরতাল সড়কের বদ্রিঘাটে বরাক নদীর উপর ৫৮ কোটি টাকা ব্যয়ে ২৯৫ মিটার পাকা সেতু, ইটখোলা ঘাটের কাছে বরাক নদীর উপর ৮৭ কোটি টাকা ব্যয়ে একটি ৩৩০ মিটার পাকা সেতুও উদ্বোধন করেন।