পুলিশের বেষ্টনী থেকে পালাতে গিয়ে প্রথমে গুলিতে আহত হয় ড্রাগস পাচারকারী মনোয়ার হোসেন
শিলচর : রামনগরে পুলিশ গুলিতে গুরুতর আহত এক ড্রাগস পাচারকারী। পুলিশের বেষ্টনী থেকে পালাতে গিয়ে প্রথমে গুলিতে আহত হয় ড্রাগস পাচারকারী মনোয়ার হোসেন। গতকাল রাতে ৪০ কোটির ও অধিক মূল্যের মাদকদ্রব্য সহ পুলিশের জালে তিন পাচারকারি আটক হয় শিলচরে । এদের মধ্যে মনোয়ারা হোসেন ও ছিল।
সোমবার গভীর রাতে এস টি এফ প্রমুখ DIG পার্থসারথি মহন্তের নেতৃত্বে পুলিশ সুপার নুমাল মহাত্তা গোপন সূত্রের ভিত্তিতে বিশাল বাহিনী নিয়ে এক অভিযান চালিয়ে রামনগর বাইপাসে আরো একটি বড়সড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। আড়াই কেজি হেরোইন ও এক লাখ ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। ভিন রাজ্য থেকে বহিঃ রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা আড়াই কেজির ও অধিক হেরোইন, ও এক লাখ ইয়াবার ট্যাবলেট জব্দ সহ গ্রেপ্তার করা হয়েছে তিন পাচারকারীকে।আটক করা হয়েছে একটি ব্যক্তিগত বহনও।